GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

সুরজপুরের মানপুর এলাকার একটি কুয়ো থেকে একটি অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার হয় গত শনিবার। তদন্তের এক পর্যায়ে জানা যায়, দুই দিন ধরে নিখোঁজ ছিলেন পুরুষোত্তম নামে ওই যুবক। মৃতদেহের পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেয় এবং স্থানীয় কর্তৃপক্ষের উপস্থিতিতে শেষকৃত্য সম্পন্ন হয়।


কিন্তু শেষকৃত্য শেষে যখন পরিবার ফিরে আসে, তখন তারা নিজেদের বাড়ির উঠোনে বসে হাসিখুশি পুরুষোত্তমকে দেখে অভিভূত হয়ে পড়ে। যুবক জীবিত ছিলেন! পরিবারের সদস্যদের আনন্দের সীমা ছিল না, তবে পুলিশ এবং স্থানীয় প্রশাসনের কাছে ঘটনাটি এক বড় ধাঁধার মতো রয়ে যায়।

সুরজপুর পুলিশ সুপার সন্তোষ মাহাতো জানিয়েছেন, পুরুষোত্তমের মৃতদেহ বলে যাকে শেষকৃত্য করা হয়েছে, তিনি আসলে কারা তা জানতে দেহ পরীক্ষা করে বিস্তারিত তদন্ত করা হবে। মৃতদেহের পোশাক ও অন্যান্য মালামাল সংরক্ষিত রয়েছে। 

এই ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় প্রশাসন পুরো ব্যাপারটি খতিয়ে দেখছে। পুলিশ তদন্ত শেষে যথাযথ তথ্য জানাবে বলে আশা করা যাচ্ছে।

সূত্র: আনন্দবাজার


Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top