স্টাফ রিপোর্টারঃ সমাজ বিকাশের অন্যতম ধারা সংস্কৃতি। তাই আমাদেরকে সুস্থ্য ধারার সংস্কৃতির চর্চা করতে হবে। বর্তমান অপসংস্কৃতির প্রভাবে আমাদের বাঙ্গালী সংস্কৃতি যেন হারিয়ে না যায়। তার জন্য আজকের যুব সমাজকে সচেতন মূলক ভূমিকা পালন করতে হবে। কেননা আজকের যুব সমাজের উপরই আগামী দিনের সমাজ ব্যবস্থা নির্ভরশীল। তাই যুব সমাজকে সুস্থ্য ধারার সংস্কৃতি বিকাশে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শুক্রবার বগুড়া সদরের ঠেঙ্গামারা উত্তরপাড়া গোল্ডেন ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ক্রীড়া প্রতিযোগীতা, শীতবস্ত্র বিতরণ, কৃতি ছাত্রিদের সংবর্ধনা ও সংস্কৃতিক অনুষ্ঠানে অত্র ক্লাবের সভাপতি আবুল কাসেম পাইকাড় এর সভাপতিত্বে প্রধান অতিথি টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম এর বিশেষ প্রতিনিধি হিসেবে প্রধান অতিথির দায়িত্ব পালন কালে উপরোক্ত কথাগুলো বলেন, টিএমএসএস’র পরিচালক (এইচ.আরএম এন্ড এ-ইএস) শাহজাদী বেগম। প্রধান অতিথি তার বক্তব্যে, এধরনে সমাজ সেবা মূলক অনুষ্ঠান আয়োজনের জন্য অত্র ক্লাবের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। অন্যান্যদে মধ্যে উপস্থিত ছিলেন, নিশিন্দারা ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকার, ইউপি সদস্য আল আমিন পেস্তা, আলহাজ্ব আব্দুল মজিদ পাইকাড়, আব্দুল জলিল পাইকাড়, বাদশা মিয়া, রফিকুল ইসলাম, আবু হেলাল, রাজ্জাক পাইকাড়, মোতাহার হোসেন মতো, এবিএম সিদ্দিক, ক্লাবের সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের উপস্থাপক ইসমাইল হোসেন রুবেল, উপস্থাপক আফরিনা খাতুন, ক্লাবের সদস্য মিজানুর, নবী, হাসেম, সোবাহান, রাজুম, কুদ্দুস, বিপ্লব, আমিনুর, জাহেদ, আজিজুল, বিএনপি নেতা রাজু আহম্মে প্রমুখ। উক্ত অনুষ্ঠানে অত্র এলাকার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং গরীব ও দুস্থ্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
(আকাশ/মহাস্থান/বগুড়া/প্রতিনিধি:১৬-০১-২০১৫ইং)