GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com


আকাশ মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ প্রতি বছরের ন্যায় বগুড়ার ঐতিহাসিক মহাস্থান গড় প্রতœতাত্ত্বিক এলাকায় খনন কাজ শুরু হয়। এ বছরেও শিবগঞ্জ উপজেলার ভাসু বিহার নামক স্থানে বৌদ্ধ মন্দিরে  পাশে খনন শুরু হয়েছে।
মহাস্থান যাদুঘরের জিম্মাদার মজিবুর রহমান জানান গত জানুয়ারী ২০১৫ ইং মাস হইতে ভাসু বিহারের খনন কাজ শুরু হয়েছে। যাহ এ বছরের এপ্রিল মাসের ১৫ তারিখ পষর্ন্ত চলবে। রাজশাহী বিভাগের আঞ্চলিক কর্মকর্তা নাহিদ সুলতানা সার্বক্ষণিক খনন কাজ তদারকি করছেন। খনন  কালে গুরুত্ব পূর্ণ কোন কিছু উদ্ধার হইনি।তবে কিছু টেরাকোটা পাওয়া গেছে। গুরুত্বপূর্ণ কোন কিছু উদ্ধার করা হলে তা স্থানীয় যাদুঘরে সংরক্ষণ করা হবে।

Comments
0 Comments
 
Top