GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com


স্টাফ রিপোর্টার: বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুণের সূত্রপাত হয়ে বসতবাড়ির দুটি ঘরে থাকা যাবতীয় আসবাবপত্র, নগদ টাকা, কাপড় চোপড়, দলিল পত্রাদি, স্বর্ণালংকার, এস.এস.সি পরীক্ষার এডমিট কার্ড সহ সম্পূর্ণ জিনিসপত্র পুড়ে ভস্মিভূত। নি:স্ব পরিবার নিয়ে খোলা আকাশের নিচে বসবাস। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর সাড়ে ১২টায় বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের ভবানীগঞ্জ বন্দরের সন্নিকটে মৃত ছবেদ আলীর পুত্র সায়েদ জামানের বাড়িতে। সরেজমিনে গিয়ে জানা যায়, কোন একটি ঘরের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। বাড়িতে থাকা লোকজন আগুন দেখতে পেয়ে চারদিকে ছুটাছুটি করতে থাকে। স্থানীয় লোকজন সাধ্যমতো আগুন নিভানোর চেষ্টা করে। পরে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত এতোটাই প্রখর ছিল যে, তা নিয়ন্ত্রণের আগেই দুটি ঘরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আর আগুন নিয়ন্ত্রণের ফলে আশপাশের বাড়িগুলো বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়। আগুনে পুড়ে যাওয়া পরিবার বর্তমানে খোলা আকাশের নিচের বসবাস করছে। তারা এখন সবকিছু হারিয়ে নি:স্ব হয়ে মানবেতর জীবন যাপন করছে। নি:স্ব পরিবার সরকারের সু-দৃষ্টি কামনা করেছেন। কেননা পরিবারটির বাঁচার জন্য আর্থিক সহযোগীতা অপরিহার্য হয়ে উঠের্ছে( আকাশ মহাস্থান  (বগুড়া) প্রতিনিধি: ২৩-০৩-২০১৫ইং)

Comments
0 Comments
 
Top