GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com


আকাশ মহাস্থান(বগুড়া) প্রতিনিধি: শনিবার রাতে ঘুণি  ঝড়ে মহাস্থান সহ এর আশে পাশের এলাকায় ঘড়-বাড়ী,গাছ পালা ও বিদ্যুতের তার এবং খুটির ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।
জানা গেছে,শনিবার রাতের ঘুর্ণি ঝড়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের গড় মহাস্থান,মহাস্থান নামা পাড়া,সুদামপুর অনন্তবালা,ঘাগুর দোয়ার,শ্যামপুর,সদরের মথুরা,ধলমোহিনি,বামন পাড়া,চিংগাস পুর,পলাশ বাড়ী,ধাওয়াকলা,লাহিড়ী পাড়া,চাঁদপাড়া,রহমত বালা,ভবানিগঞ্জ,চাঁদমুহা,গোকুল,বাঘোপাড়া,আশোকোলায় প্রায় ৫০ লক্ষাধিক টাকার সম্পদের ক্ষতিসাধন হয়েছে । ক্ষতিগ্রস্থদের মধ্যে মথুরার জিল্লার রহমান,শাহ আলম, মদিনাতুল উলম কাওমী মাদ্রাসার, ধলমোহিনির শাহজাহান আলী,মোহাম্মাদ আলী, মোজাম্মেল হোসেন,মাজেদুর রহমান মাস্টার,বাবলু মিয়া,ইয়াসিন আলী,রফিকুল ইসলাম,মিলু মিয়া, সাজু মিয়া,বামন পারা আফসার আলী,আঃ ছাত্তার,আঃ ছামাদ,গড় মহাস্থানের খুদে মিয়া, গোলাম মোস্তাফা,আশোকোলার শাহ পাড়া মসজিদ সহ ১০/১৫ টি বাড়ী ঘড়ের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। এছাড়াও বিদ্যুতের তার ও খুটির ক্ষতিসাধন হয়।যাদের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে তাদের অনেকেই টাকার অভাবে ঘড়বাড়ী মেরামত করতে পারছে না। এব্যাপারে সদর  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানা আখতার জাহান বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারদের সঠিক তালিকা তৈরি করে সরকারী বরাদ্ধ কৃত সকল ত্রাণ সামগ্রী যথাযথ ভাবে বন্টণ  করা হবে।
Comments
0 Comments
 
Top