GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com


আকাশ সদর বগুড়া প্রতিনিধিঃ বগুড়া সদরের নওদাপাড়া করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলো কলেজ ছাত্র মিশু ।
 সরেজমিনে গিয়ে জানাযায়, বগুড়া সদরের নওদাপাড়া গ্রামের শাহ আলমের ছেলে ঠেঙ্গামারা আনসার হোসনেআরা মহা বিদ্যালয়ের সদ্য এইচ এসসি পাশকৃত ছাত্র আপেল মাহমুদ মিশু (২০)। গতকাল মঙ্গলবার দুপুর ১২ টায় পেলিজাল নিয়ে মাছ ধরতে যায় করতোয়া নদীতে, হঠাৎ করে তার পার্শে বড় একটি মাছ ভেসে উঠলে সেদিকে জাল নিয়ে গেলে পা পিছলে গভীরে চলে যায়। তার সাথে মাছ ধরতে যাওয়া অত্র গ্রামের  মনজু মিয়ার ছেলে সাদিক (১৮) তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যার্থ হলে চিৎকার দেই। এতে করে ছুটে আসে গ্রাম বাসি। দড়ি, তৌরাজাল, কাটাতার সহ বিভিন্ন প্রকার স্থানীয় যন্ত্রপাতি নিয়ে উদ্ধার কাজ শুরু করে ।  প্রায় ৫ ঘন্টা উদ্ধার কাজ চালিয়েও পাওয়া যায়নি মিশুকে। সংবাদ চলে যায় সাংবাদিকদের কানে, দ্রুত ছুটেজান সাংবাকিদ আকাশ। তারা সংবাদ দেন ফায়ার সার্ভিসকে। বগুড়া সদর  ফায়ার সার্র্ভিস এর উপ সহকারী পরিচালক ডিএডি আঃ হামিদ ও ষ্টেশন মাষ্টার মাহবুব উজ্জমান সহ সঙ্গীয় টিম ও ডুবোরু দল নিয়ে চলে আসেন ঘটনাস্থলে। উদ্ধার কাজ শুরু করেন ৬ টা ৫০ মিনিটে, ডুবোরু আঃ মতিন ও আঃ রাজ্জাকের  মাত্র ১৫ মিনিটের সফল অভিযানে আঃ মতিনের হাতে উদ্ধার হয় মিশু। তাকে এক নজর দেখার জন্য নদীর ২ পাড়ে ভির জমাই হাজার হাজার নারী পুরুষ আর শিশু। তার এই অকাল মৃত্যুতে এলাকায় নেমে আসে শেকের ছায়া।বাবা মা হারিয়ে ফেলেন বাকশক্তি। সদর থানার এস আই জহুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন । শিশুর লাশ উদ্ধারের পর থেকে লাশ এক পলক দেখার জন্য বাড়ীতে নামে মানুষের ডল।
Comments
0 Comments
 
Top