GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com


আকাশ সদর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সদরের লাহিড়ী পাড়া ইউনিয়নের রায়মাঝিড়া উত্তর পাড়া ১ একর ১৮ শতক সরকারী জলমহল (বিল) এর পানি নিস্কাশন ব্যবস্থা না থাকায় জলমহলের আশেপাশে অনুমান ৫০  একর জমির ফসলাদি ডুবিয়া গেছে। এলাকাবাসী ঐ জলমহলের পানি নিস্কাশনের জন্য দীর্ঘদিন ধরে ড্রেন নির্মান দাবী করে আসছিল। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা পরিদর্শনে যান। ক্ষতিগ্রস্থ কৃষক সহ এলাকাবাসীর সাথে তিনি কথা বলেন, এবং তিনি আগামী অষ্টোবর মাসের মধ্যে পানি নিস্কাশনের জন্য জলমহল থেকে ইছামতি নদী পর্যন্ত ৭ শত ফিট  ড্রেন নির্মান করার প্রতিশ্রুতি দেন। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজহারুল হান্নান রিপু, ইউনিয়ন বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ, সহ সভাপতি আব্দুল বাসেত, মোস্তাফিজার রহমান, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন, যুগ্ন সম্পাদক আলীউল রেজা, দপ্তর সম্পাদক এনামুল হক উকিল, ইউনিয়ন যুবদলের সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সভাপতি শাহ আলম, ছাত্রদল সভাপতি সুমন সরকার, স্থানীয় ইউপি সদস্য আব্দুল ওয়াহেদ, ডাঃ খবিরউদ্দিন, রফিকুল ইসলাম, আঃ মালেক, সিরাজুল ইসলাম, সাজু মিয়া  সহ এলাকার ক্ষতিগ্রস্থ কৃষক সহ গণ্যম্যান্য ব্যক্তিবর্গ।  
Comments
0 Comments
 
Top