আকাশ সদর (বগুড়া)প্রতিনিধিঃ সোমবার সকাল ১১ টায় বগুড়া সদর উপজেলা পরিষদে আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে কৃষক সম্মাননা পুরুস্কার ২০১৫ ইং অনুষ্ঠিত।
বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে সফল কৃষকদের হাতে সম্মাননা পুরুস্কার তুলে দেন বগুড়া জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন। তিনি বলেন, ছোট একটি দেশ বাংলাদেশ। এদেশে ১৬ কোটি মানুষের বসবাস। তাদের মুখে খাবার তুলে দেয় আমাদের কৃষক ভাইয়েরা। তাদের পরিশ্রমের ফসলের মাধ্যমে যে শস্য উৎপন্য হয় তার মাধ্যমে আমাদের ক্ষুধা নিবারন হয়।
তাই আমাদের সকলের উচিৎ তাদের পাশে দাড়ানো এবং তাদেরকে পুরুষ্কৃত করে অনুপ্রেরনা যোগানো । উপজেলা পরিষদের এ আয়োজন যুগ উপযোগী। প্রতিবছরই এ ধরনে আয়োজনের মাধ্যমে সফল কৃষকদেরকে সম্মাননা পুরুষ্কার প্রদান করলে আগামীতে তারা অধিক ফসল ফলাতে অনুপ্রানিত হবে। এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার চন্ডিদাস কুন্ডু, উপজেলা নির্বাহী অফিসার শাহানা আখতার জাহান, উপজেলা সহকারী কর্মকর্তা (ভুমি) আরাফাত রহমান, এরুলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ মন্ডল, শেখেরকোলা ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা, সাবগ্রাম ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, নামুজা ইউপি চেয়ারম্যান এস এম রাসেল মামুন, রাজাপুর ইউপি চেয়ারম্যান রাজিবুল ইসলাম খাঁন
রাজু, নুনগোলা ইউপি চেয়ারম্যান মাওঃ এমদাদুল হক সহ উপজেলা বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারী ও কৃষক বৃন্দ। অনুষ্ঠান শেষে সফল কৃষকদের হাতে সম্মাননা পুরষ্কার
ও ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং কৃসকদের মাঝে কিটনাশক ও সার প্রদান করা হয়।