GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com


 আকাশ সদর (বগুড়া) প্রতিনিধিঃ  শুক্রবার বিকালে বগুড়া সদরের শাখারিয়া বাউলোপাড়া করতোয়া নদীর পুরাতন ঘাটে যুব সমাজের উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
 গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা নৌকা বাইচ প্রতিযোগিতা। নৌকা বাইচ খেলা দেখার জন্য ঘাটের ২ পাশে হাজার হাজার নারী, পুরুষ ও শিশুরা জমায়েত হয় । আগত  দর্শকরা এ খেলা প্রতিবছর আয়োজন করার জন্য আয়োজক কর্তৃপক্ষকে আহবান জানান। খেলায় বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর ও ছোট ইতালি গ্রামের ৪ টি দল নৌকা নিয়ে  অংশ গ্রহণ করে। গাবতলী ছোট ইতালি গ্রামের শহিদুলের দল প্রথম স্থান অধিকার করে। ২য় স্থান অধিকার করে একই উপজেলার নশিপুর গ্রামের তহিদুলের দল । খেলা শেষে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন প্রধান অতিথি বগুড়া পৌর মেয়র এ্যাডঃ একেএম মাহবুবুর রহমান। তিনি বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতযোগীতা দেখে আমি মুগ্ধ হয়েছি। ভবিষ্যতে এখেলা অনুষ্ঠানের জন্য বাউলোপাড়া যুব সমাজকে আমি সর্বক্তক সহযোগীতা করব। এ সময় উপস্থিত ছিলেন, শাখারিয়া ইউপির সাবেক চেয়ারম্যান হাসান জাহিদ হেলাল, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৯ ওয়ার্ড বিএনপি সভাপতি রেজাউল হক, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন মুক্তার, সহ সভাপতি আলহাজ্ব খোকা মিয়া,যুবদল সাংগঠনিক সম্পাদক কামাল পাশা, সাবেক কাউন্সিলর মাহফুজার রহমান,আঃ আজিজ,  বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, আজিজার রহমান, যুবলীগ নেতা শ্রী শ্রী সোহেল কুমার, মেহেদী হাসান, ফুল মিয়া ,ধলু মিয়া, খলিলুর রহমান সহ বাইলো পাড়া যুব সমাজের সকল নেতৃবৃন্দ। শেষে বিজয়ীদের হাতে একটি রঙ্গীন একুশ ইঞ্চি ও ১৪ ইঞ্চি টেলিভেশন তুলে দেওয়া হয়।  খেলাটি সার্বিক সহযোগীতা করেন আঃ করিম (মিষ্টার) ও মোঃ আলমগীর হোসেন।  
Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top