আকাশ সদর (বগুড়া) প্রতিনিধিঃ সোমবার সকাল ১১ টায় বগুড়া সদর উপজেলা পরিষদের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহানা আখতার জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সুদমুক্ত ঋণ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা।তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদের পাশে সরকারের সহযোগীতার পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসা দরকার। তারা কারীগরী শিক্ষা পেলে সমাজের উন্নয়ন করবে। সেই সাথে তারা পরিবারেরও অর্থ নৈতিক সহযোগীতা করতে সক্ষম হবে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আরাফাত রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার নুরুল ইসলাম, কৃষি অফিসার আবু সাঈদ মোঃ ফজলে ইলাহি। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন শেখেরকোলা ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা, সাবগ্রাম ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, ফাঁপোড় ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুর রাজ্জাক।
এ সময় উপস্থিত ছিলেন, নামুজা ইউপি চেয়ারম্যান এস এম রাসেল মামুন, ইউপি সদস্য মোজাফজার হোসেন সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য/সদস্যা ও সচিব বৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন, নুর মোস্তফা আল আমিন। অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন ইউনিয়নের প্রতিবন্ধীদেরকে ৪০ টি হুইল চেয়ার ও ১১ জনের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়।