আকাশ সদর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সদরের হাজরাদিঘী গ্রামের এক দরিদ্র কৃষকের ২০ শতক জমির সিম গাছ কর্তন ৪০ হাজার টাকার ক্ষতি।
জানা গেছে, বগুড়া সদরের হাজরাদিঘী গ্রামের জোব্বার সরকারের পুত্র এক দরিদ্র কৃষক আজমল হোসেন (৬০) প্রায় ২০ শতাংশ জমিতে সিম গাছ রোপন করে এবং গাছ গুলিতে বর্তমানে ফুল ধরেছে। ১৫/২০ দিনের মধ্যে সিম গুলি বিক্রী করা যেত। এরই মধ্যে গত ৩ আক্টোবর রাত অনুমান ১২ টার দিকে কে বা কারা জমির সমস্ত সিম গাছ গুলি কেটে ফেলে। দরিদ্র কৃষক আজমল হোসেন ধার দেনা করে সিমের গাছ গুলি জমিতে লাগিয়াছিল । তার সাথে কথা বললে সে জানায় আমি জীবনে কাহারো ক্ষতি করিনি, মানুষ কেন আমার সিম গাছ গুলি কেটে ফেললো? আজমল হোসেনের থাকার মত ঘর নেই। তার সিম গুলির গাছ ফেলায় সে এখন দিসে হারা। সে সবার কাছে আকুতি জানায় ঘটনার সাথে জড়িত ব্যাক্তিদেরকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করার জন প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন । এতে প্রায় ঐ কৃষকের ৪০ হাজার টাকা ক্ষতি হয়েছে। উল্লেখ্য যে এধরনের ঘটনা প্রায়ই বিভিন্ন এলাকায় ঘটছে।