আকাশ সদর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সদরের ধর্মপুর গ্রামে পূর্ব শক্রতার জের ধরে এক দরিদ্র কৃষকের ১ বিঘা জমির লাউ ও বেগুনের গাছ কর্তন ১ লক্ষ ২০ হাজার টাকার ক্ষতি।
জানা গেছে, সদরের নামুজা ইউনিয়নের ধর্মপুর পশ্চিম পাড়া গ্রামের মজিবর রহমানের পুত্র এক দরিদ্র কৃষক বাবুল মিয়া একই এলাকার মোস্তাফিজার রহমানের কাছে থেকে ৬ মাস পূর্বে প্রায় ১ বিঘা জমি বর্গা নিয়ে ১৬ শতাংশ জমিতে ছাচি লাউ ও ১৬ শতাংশ জমিতে বেগুন চাষ করে। প্রতিটি গাছে বেগুন ও লাউ ধরেছে। ৮/১০ দিনের মধ্যে ফসল গুলি বিক্রী করা যেত। এরই মধ্যে গত ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাত অনুমান ১০/১১ টার দিকে কে বা কারা জমির সমস্ত ফসলের গাছ গুলি কেটে ফেলে। দরিদ্র কৃষক বাবুল মিয়া ধার দেনা করে ফসলগুলি জমিতে চাষ করেছিল। তার সাথে কথা বললে সে জানায় আমি জীবনে কাহারো ক্ষতি করিনি, মানুষ কেনো আমার ফসলে ক্ষতি করলো? বিষয়টি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপের মাধ্যমে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদেরকে আটক করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছে এলাকাবাসী। এতে প্রায় ঐ কৃষকের ১ লক্ষ ২০ হাজার টাকা ক্ষতি হয়েছে।