মাহফুজ মন্ডলঃ শেরপুরের ব্যবসায়ী ফরিদুল হত্যার সাত দিনের মাথায় দায় স্বীকার করলো একই পরিবারের ৫ আপনজন।
জমিজমা সংক্রান্ত বিরোধ ও টাকা পয়সা লেনদেনের বিষয় নিয়ে বগুড়ার শেরপুর উপজেলার ইটালী মধ্যপাড়ায় রড সিমেন্ট ব্যবসায়ী ফরিদুল ইসলাম (৪৮) কে কুপিয়ে হত্যার সাথে জড়িত ০৫ জনকে সাত দিনের মাথায় গ্রেফতার করেছে বগুড়ার পুলিশ।
আজ বুধবার দুপুরে বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আলী আশরাফ ভুইঁয়া। গ্রেফতারকৃতরা হলেন, হলদিবাড়ি আটাপাড়া গ্রামের মৃত মান্নান মন্ডল এর পুত্র মোঃ ওমর ফারুক (৩৫), ইটালি মধ্য পাড়া গ্রামের দুলাল হোসেনের পুত্র মোঃ ফারুক আহমেদ (৩০), একই গ্রামের মৃত রসূল প্রামাণিকের পুত্র আব্দুর রাজ্জাক (৫৮), মৃত কেরমত আলীর পুত্র মোঃ জিয়াউর রহমান জিয়া (৪০) ও তার স্ত্রী মোসাম্মৎ শাপলা খাতুন (৩৫)।
উল্লেখ্য, আসামী ওমর ফারুক ভিকটিম ফরিদুলের সৎ শ্যালক, ফারুক আহমেদ ভিকটিমের আপন ভাতিজা, জিয়াউর রহমান জিয়া ও শাপলা খাতুন ভিকটিমের আপন ছোট ভাই ও ভাই বউ এবং আব্দুর রাজ্জাক ভিকটিমের চাচা।