GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com


আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে ৩ মাদক ব্যাবসায়ীকে ৫ লিটার চোলাই মদ সহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১ টায় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির ইসবপুর ঈদগাহ মাঠের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বড় আখিড়া গ্রামের দুদু হোসেনের ছেলে ইব্রাহিম হোসেন পাপ্পু (২১), আব্দুস সাত্তারের ছেলে ফিরোজ সাখিদার (২৭) ও গোপাল সরকারের ছেলে বিষ্ণু সরকার (১৯)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, উপজেলার ইসবপুর থেকে তারা দীর্ঘদিন ধরে চোলাই মদ সংগ্রহ করে বড় আখিড়াসহ আশপাশের গ্রামগুলোতে বিক্রি করে আসছিল। সোমবার রাতে থানার উপপরিদর্শক (এসআই) কাওসার মাহমুদ সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ইসবপুর গ্রামের ঈদগাহ মাঠের সামনে পাকা রাস্তা দিয়ে এসব চোলাই মদ বহনের সময় ৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছে থাকা ৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, বিক্রির উদ্যেশে চোলাই মদ বহনের অভিযোগে তাদের গ্রেপ্তারের পর মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। মঙ্গলবার তাদের কারাগারে পাঠানো হয়েছে।
Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top