আদমদীঘি প্রতিনিধিঃ করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী/চলাচলে বিধিনিষেধ আদেশ জারী করেছে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়।
উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি জারী করা হয় ২৭ জুন রবিবার।
বিজ্ঞপ্তিতে , করোনা ভাইরাস জরিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় জেলা ও উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় অদ্য (২৭ জুন-২০২১ই্ং) রাত ১২.০১ ঘটিকা হতে জাতীয়ভাবে লক/শাট ডাউন ঘোষণার পূর্ব পর্যন্ত আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভায় সর্বাত্মক কঠোর বিধি-নিষেধ আরোপ করার কথা বলা হয় ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় লক/শাট ডাউন চলাকালীন সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল, মার্কেট, দোকান বন্ধ থাকবে। তবে ঔষধ, কাাঁচাবাজার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদী, চিকিৎসাসেবা, মৃতদেহ দাফন/সৎকারের লক্ষ্যে জড়িত প্রতিষ্ঠান এর আওতা বহির্ভূত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উন্মুক্ত স্থানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির বাজার সকাল হতে বিকেল ৩.০০ ঘটিকা পর্যন্ত খোলা থাকবে।
এছাড়াও আরোও অন্যান্য বিধি-নিষেধ জারী করা হয়।
আর এসব বিধি-নিষেধ অমান্য করলে সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ সহ প্রচলিত অন্যান্য আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।