GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com


 স্টাফ রিপোর্টার: বগুড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ড নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে অনার্স পড়ুয়া শিক্ষার্থীসহ দুই যুবককে গ্রেফতার করেছে জেলা পুলিশের সাইবার টিম। গ্রেফতারকৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার পদ্মপুকুর গ্রামের  হাফিজার রহমানের ছেলে মাহবুর রহমান (২৩) ও আব্দুল সামাদের ছেলে শরিফুল ইসলাম (২৪)। 
শরিফুল সরকারি আজিজুল হক কলেজে অনার্স চতুর্থ বর্ষে শিক্ষার্থী ও মাহবুর তার সহযোগী হিসেবে কাজ করতো। 
সোমবার দিবাগত রাত পৌনে ১টার সময় পুলিশ তাদের শহরের কারবালে এলাকার বগুড়া-সান্তাহার মেইন রোড থেকে গ্রেফতার করে জেলা সবাইবার ও গোয়ন্দা শাখা (ডিবি) পুলিশ। তাদের বিরুদ্ধে সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশের সাইবার টিমের ইনচার্জ (ইন্সপেক্টর) এমরান মাহমুদ তুহিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলার সবাইবার পুলিশের টিম সূত্র জানায়, লকডাউনে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের কথা উঠলে তারা সেই সুযোগ কাজে লাগিয়ে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে বেকায়দায় ফেলতে ২০১৭ সালের অটোরিকশা বন্ধের ভিডিও ফেসবুকে প্রচার করে। 
শিবগঞ্জ উপজেলা ৩৭ নামের ওই ফেসবুক গ্রুপে ভিডিওটি প্রচার করে তারা ঘটনাটিকে সমসাময়িক রুপ দেওয়ার চেষ্টা করে। পাশাপাশি ও গ্রুপ থেকে বিভিন্ন সময় তারা মিথ্যা উস্কানিমূলক ও সরকারবিরোধী গুজব ছড়িয়ে যাচ্ছিল। এজন্য তারা ৫টি ফেইক ফেসবুক আইডিও ৩টি পেজ ব্যবহার করতো। 
জেলার অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। তারা মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য একাজগুলো করতো।

Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top