ক্রীড়াবার্তা ডেস্কঃ রাত পেরোলেই বাংলাদেশ সময় ভোরে মাঠে গড়াবে কোপা আমেরিকার ফাইনাল ফুটবল ম্যাচ। যেখানে সম্মুখে লড়বে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা।
সেই লড়াইকে কেন্দ্র করে ব্রাজিলিয়ান অনেক নাগরিক ইতোমধ্যে সমর্থন জানিয়েছেন লিওনেল মেসিকে। তার সমর্থনে মিছিলও করতে দেখা গেছে দেশটির অনেক নাগরিকদের। হাতে মেসির ট্যাটু এঁকে সেই ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
নিজ দেশের নাগরিকদের এমন মেসি ভক্তি দেখে চটেছেন পিএসজি ফরোয়ার্ড নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে জানিয়েছেন নিজের ক্ষোভ।
সেসব সমর্থকদের গালমন্দ করে ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি নিজেকে একজন গর্বিত ব্রাজিলিয়ান দাবি করেন। জানান, দেশ ও দেশের মানুষের প্রতি তার ভালোবাসার কথা।
তার প্রত্যাশা, ব্রাজিলের হয়ে খেলবেন, ব্রাজিলের সমর্থকেরা তার নামে গান গাইবেন, সমর্থন জানাবেন—এটা তার আজীবনের স্বপ্ন। ব্রাজিল যখনই কোনো খেলায় অংশ নেয়, কোনো প্রতিযোগিতায় অংশ নেয়, সেটা যে কোনো খেলাই হোক না কেন বা মডেলিং প্রতিযোগিতা বা অস্কারে অংশ নিলেও যেকোনো পরিস্থিতিতে তিনি ব্রাজিলকেই সমর্থন করবেন যোগ করেন নিজের ইনস্টা স্টোরিতে।
কিন্তু যদি কোনো ব্রাজিলীয় থাকে, যারা ব্রাজিল একটা প্রতিযোগিতায় অংশ নেওয়া সত্ত্বেও অন্য কাউকে সমর্থন করে এমন সমর্থকদের উদ্দেশ্য করে তিনি জানান, সম্মানের সঙ্গে বলছি, দুরে গিয়ে মরুন।