GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: জমি জবর দখলে বাধা দেয়ায় ৫ পরিবারকে ৮ মাস যাবত সমাজচ্যুত করে রাখার অভিযোগ উঠেছে মসজিদ কমিটির বিরুদ্ধে। এমনকি ঈদে কুরবানি, মৃতব্যক্তির কুলখানি, সামাজিক দাওয়াত অনুষ্ঠান সব কিছু থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বগুড়া পৌরসভার ২১নং ওয়ার্ডের আওতাধীন শাজাহানপুর উপজেলার হেলেঞ্চাপাড়া গ্রামে।


গত ২৫ জুলাই বগুড়া জেলা প্রশাসক এবং শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর দায়েরকৃত পৃথক দু’টি অভিযোগ সূত্রে জানা গেছে, পৈতৃক সূত্রে হেলেঞ্চাপাড়া মৌজার ২২৪ দাগের সাড়ে ১৬ শতক সম্পত্তির মালিক হেলেঞ্চাপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ৫ ছেলে ছাইফুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, নুরুল ইসলাম, ছাইদুর রহমান ও নজরুল ইসলাম। 


সে মোতাবেক তারা উক্ত সম্পত্তি দখল ভোগ করে আসছিলেন। বগুড়া দ্বিতীয় বাইপাস সড়ক নির্মাণের সময় উক্ত সম্পত্তি থেকে ১১ শতক জমি সরকার অধিগ্রহণ করে। বাকি সাড়ে ৫ শতক সম্পত্তিতে (যা হেলেঞ্চাপাড়া দক্ষিণপাড়া বায়তুর রহম জামে মসজিদ সংলগ্ন) মুদি দোকান ও হোটেল স্থাপন এবং কিছু জমি পতিত রেখে ব্যবসা বাণিজ্য করে আসছেন মৃত সিরাজুল ইসলামের ৩ ছেলে নুরুল ইসলাম, নজরুল ইসলাম ও ছাইদুর রহমান। গত বছরের নভেম্বরে মসজিদ কমিটির লোকজন ওই সম্পত্তির পতিত অংশ টুকু জবর দখলের উদ্দেশ্যে মাটি ভরাট শুরু করে। সম্পত্তির মালিকেরা জবর দখলে বাধা দিলে মসজিদ কমিটির লোকজন তাদেরকে মারপিট করে এবং ৫ পরিবারকে সমাজচ্যুত করে একঘরে করে রাখে। সমাজ চ্যুতির পর ওইসব পরিবারের সাথে ওঠাবসা, তাদের দোকানে কেনাকাটা করা, সামাজিক অনুষ্ঠানে তাদেরকে দাওয়াত না দেয়া এবং তাদের কোন দাওয়াতে সমাজের কেউ যাতে অংশ না নেয় সে বিষয়ে নজরদারি শুরু করে মসজিদ কমিটি। 


এমনকি সমাজচ্যুত পরিবারের এক বয়োঃবৃদ্ধ মাহিলা সুবুরুন নেছা মারা গেলে তার কুলখানি অনুষ্ঠানও করতে দেয়া হয়নি। মসজিদের সামনের জায়গাটুকু মসজিদকে ছেড়ে দিলে ৫ পরিবারকে আবারও সমাজে তুলে নেয়া হবে এমন শর্ত দেয় মসজিদ কমিটি। কিন্তু ওই সম্পত্তিটুকুই জমি মালিকদের কর্মসংস্থানের একমাত্র অবলম্বন হওয়ায় উক্ত সম্পত্তি মসজিদে দিতে তারা রাজি হননি। মসজিদ কমিটির পক্ষ থেকে সমাজচ্যুত করার বিষয়টি অস্বীকার করা হলেও ওই মসজিদের কয়েকজন মুসল্লি ওই ৫ পরিবারকে সমাজচ্যুত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন। অভিযোগের বাদি হেলেঞ্চাপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলাম প্রামাণিকের ছেলে ছাইদুর রহমান জানিয়েছেন, মসজিদে জমি না দেয়ার জের ধরে ৫ পরিবারকে সমাজচ্যুত করার পর নানা রকম শত্রুতা শুরু করে মসজিদ কমিটি। 


একটি মাদ্রাসার পক্ষ থেকে পিকনিকের আয়োজন করা হলে ওই পিকনিতে সজামচ্যুত পরিবারের ৩ শিশুকে বাদ দেয়া হয়। নানা রকম ষড়যন্ত্র করে তাদেরকে সামাজিকভাবে নির্যাতন করা হয়। অপরদিকে ৫ পরিবারকে সমাজচ্যুত করা হয়নি এবং তাদের সম্পত্তি জবর দখল করা হয়নি উল্লেখ করে হেলেঞ্চাপাড়া দক্ষিণপাড়া বায়তুর রহম জামে মসজিদ কমিটির সভাপতি জয়নাল আবেদীন প্রমাণিক, সেক্রেটারি আব্দুল বাছেদ জানিয়েছেন, মিটিংয়ে অনুপস্থিত থাকা, অসহযোগিতা করা ও মসজিদের স্বার্থবিরোধী কর্মকান্ডের দায়ে গত বছর ২৭ নভেম্বর মসজিদ কমিটির এক সভায় 


ছাইদুর রহমানকে সহ-সভাপতির পদ থেকে অব্যহতি দেয়া হয় এবং আব্দুর রাজ্জাককে ভারপ্রাপ্ত সহ-সভাপতির দয়িত্ব দেয়া হয়েছে। বগুড়া পৌরসভার ২১নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলু জানিয়েছেন, বিরোধ নিরসনে তিনি দু’পক্ষকে নিয়ে আলোচনায় বসেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সুরাহা হয়নি। অপরদিকে গত ঈদ-উল-আযহায় পশু কুরবানির ক্ষেত্রে ৫ পরিবারকে সমাজ থেকে বঞ্চিত রাখা হয়েছে কবলে তিনি জানতে পেরেছেন।

Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top