GuidePedia
সর্বশেষ খবরঃ
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

চেতনাবার্তা ডেস্কঃ গত ১৫ ই জুলাই (শুক্রবার) হাতির পিঠে চড়ে বিয়ে করতে গিয়েছিলেন তৌফিক মিয়া (২৫) নামের এক বর। একই সাথে ঘোড়ায় চড়ে ছুটছিলেন বরযাত্রীরা। এমনি এক ব্যতিক্রমধর্মী চিত্রের দেখা মিলেছিল সাদুল্লাপুরের ধাপেরহাট মহাসড়কে।  আধুনিক যান্ত্রিক যুগে যানবাহন ব্যবহার না করে বিয়েতে এমন ব্যতিক্রমধর্মী হাতি ও ঘোড়া বাহন হিসেবে ব্যবহার করায় এলাকায় ব্যপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। হাতির পিঠে বর, ঘোড়া পিঠে বরযাত্রী দেখে উৎসুক মানুষের ভিড় জমেছিল সড়কে। 

এটা কী নিছক শখের বসে করেছিলেন তৌফিক মিয়া নাকি এর পেছনে ছিল অন্য কোন কারণ? তা তাৎক্ষণিক কৌতুহলী জনতা জানতে না পারলেও,  সবার মনে এ ব্যাপারে জানার আগ্রহ ছিল ব্যপক। তাই চেতনাবার্তা পাঠকের এই কৌতুহল মেটাতে তুলে ধরলো আসল কারণ। 

দেখা যায়,গত শুক্রবার বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট নামক স্থানে হাতির পিঠে চড়ে বর ও ঘোড়ার পিঠে চড়ে বরযাত্রীদের বিয়ে করতে যাওয়ার চিত্র। 

খবর নিয়ে জানা যায়, এই বিয়ের কনে হলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার আজমপুর গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে পিংকি আক্তার (২০)। এই মেয়েটি জন্মলগ্নে তার মা মানত করছিলেন আল্লাহ্ মেয়েকে বেঁচে রাখলে বর আনবে হাতির পিঠে করে। তাই সেই মানত পালন করতেই কনের মা বর আনতে হাতি পাঠিয়েছেন উপজেলার খেজমতপুর গ্রামে। তাই এই বিয়ে করতে শ্বশুরবাড়ি থেকে পাঠানো হাতিতে চড়ে বিয়ে করতে গিয়েছিলেন তৌফিক। যৌতুক বিহীন এ বিয়েতে বরের পক্ষ থেকে যাত্রীদের জন্য নেয়া হয়েছিল আরও ২০টি মাইক্রোবাস।

কনের বাবা আশরাফুল ইসলাম জানান, স্ত্রীর মানত পূরণে বরকে আনতে হাতি ভাড়া করা হয়। আর বরের ভগ্নিপতিতের জন্য ঘোড়া। যৌতুক বিহীন এ বিয়ে শুক্রবার রাতেই সম্পন্ন করা হয়।  
চেতনাবার্তা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন SUBSCRIBE
Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top