GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

 নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: করোনা পরিস্থিতি বিবেচনায় বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯৪জন ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া উপজেলার ভাটগ্রাম ও বুড়ইল ইউনিয়নের ২০০ জন অসহায় দুস্থ মানুষের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়। 



শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপহার সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি। সামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, চাল, মাস্ক, স্যানিটাইজার, সাবান। 
নন্দীগ্রাম সদরে দলীয় কার্যালয়সহ তিনটি এলাকায় বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন, ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, আওয়ামী লীগ নেতা শফি উদ্দিন, সাইফুল ইসলাম গোলাপ, জুলফিকার আলী, কালিপদ রায়, মুক্তার হোসেন, মোজ্জামেল হক, সরফুল হক উজ্জল, আব্দুর রাজ্জাক, রেজাউল করিম, উপজেলা সেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, শ্রমিকলীগের আহবায়ক এনামুল হক, যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন মিলন, আরাফাত হোসেন, যুবলীগ নেতা সুজন প্রামানিক, ফারুক হোসেন, ছাত্রলীগের সহসভাপতি আল নোমান নাদিম, যুগ্ম সম্পাদক আবু তৌহিদ রাজীব, ছাত্রলীগ নেতা সজিব আহসান, আল-জাহিদ সহ দলীয় নেতৃবৃন্দ। 
Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top