GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com


 আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘিতে ঋনগ্রস্থ হয়ে হতাশায় পড়ে আবু বক্কর ছিদ্দিক (৭০) নামের এক ব্যক্তি বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে আত্মহত্যা করেছে। মৃত আবু বক্কর ছিদ্দিক আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির পুশিন্দা দক্ষিন পাড়ার মৃত রিয়াজ উদ্দিন মাস্টারের ছেলে। গত ২৫ জুলাই সন্ধ্যা সাড়ে ৬ টায় নওগাঁ সদর থেকে রাজশাহী হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।


মৃত আবু বক্করের বড় জামাই আসাদুজ্জামান জানান, তার শ্বশুর সাংসারিক কাজে এনজিও এবং কিছু ব্যক্তিদের কাছ থেকে বেশ কিছু টাকা ঋন গ্রহন করে। সেই টাকা পরিশোধে হিমশিম খাচ্ছিল। ঋনের টাকা পরিশোধ করতে না পারা ও ঋন গ্রহিতাদের চাপে হতাশার পাশাপাশি মস্তিস্ক কিছুটা বিকৃত হয়। গত রোববার বিকেল ৩ টায় গ্রামের পাশে একটি পুকুর পাড়ে সে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হলে তাকে প্রথমে আদমদীঘি ও নওগাঁ সদর থেকে রাজশাহি নেয়া পথে সন্ধ্যা সাড়ে ৬ টায় মারা যায়।


Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top