GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

শেরপুর প্রতিনিধিঃ শেরপুর সদর থেকে জরিনা আক্তার নামে সন্দেহভাজন মানবপাচারকারী চক্রের নারী সদস্যকে আটক করা হয়েছে। এ সময় মালা আক্তার নামে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ জুলাই) দুপুরে সদরের চরমোচারিয়া মাঝপাড়া এলাকা থেকে চক্রের ওই নারী সদস্যকে আটক করা হয়। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত এক মাসে আগে কিশোরী মালা বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর ওই কিশোরীর বাবা হাসেম আলী সদর থানায় জিডি করলেও মেয়ের কোনো সন্ধান পাননি।
সকালে চক্রের নারী সদস্য জরিনা আক্তারের বাড়িতে স্থানীয়রা কিশোরীকে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জরিনা আক্তারকে আটক করে থানায় নিয়ে আসেন।


আটক জরিনা আক্তারের দাবি, এক মাস আগে মালা নিজ ইচ্ছায় তার কাছে আসে।
এদিকে অপহৃত কিশোরী বলছে, তাকে জোর করে অপহরণ করা হয় এবং ভাতের সঙ্গে ওষুধ খাইয়ে অচেতন করে চক্রটি।

এ ব্যাপারে পুলিশ ক্যামেরার সামনে কথা না বললেও সদর থানার ওসি মনসুর আহম্মদ জানিয়েছেন, মহিলা ভিকটিমের দূর সম্পর্কের দাদী; জিজ্ঞাসাবাদ চলছে।
Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top