GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com


ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে কৃষক জবির উদ্দিনের বাড়িতে দুই মাথাবিশিষ্ট বাছুরের জন্ম হয়েছে। বাছুরটি জন্মের পরপরেই মারা যায়। বাছুরটির দুইটি মাথা, দুইটি মুখ, দুটি জিহ্বা, চারটি চোখ, চারটি কান ও চারটি পা রয়েছে। বাছুরটি দেখার জন্য ওই কৃষকের বাড়িতে উৎসুক মানুষ ভিড় করছে।

 
    ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের পূর্ব ছালুয়া গ্রামের কৃষক জবির উদ্দিন জানান, শুক্রবার গভীর রাতে গাভির প্রসব বেদনা উঠলে বাড়িতে গর্ভপাতের চেষ্টা করা হয়। পরে পল্লী চিকিৎসকের সহযোগিতায় দুই মাথাবিশিষ্ট বাছুরটির জন্ম হয়। মৃত বাছুরটি মাটিতে পুতে রাখা হয়েছে। 
উদাখালী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, দুই মাথাবিশিষ্ট বাছুর জন্ম নেওয়ার বিষয়টি অতি বিরল ঘটনা।

Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top