GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি: পিতৃ পরিচয় ছাড়াই ফুটফুটে কণ্যা শিশুর জন্ম দিলেন এক প্রসূতি। জন্মের পরে শিশুটি মারা গেলেও শিশুটির পিতৃ পরিচয় নিয়ে এলাকা বেশ সরগরম। ভোরবেলা থেকে ওই প্রসূতির বাড়িতে ভিড় করছেন প্রতিবেশীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই প্রসূতিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে ও মৃত শিশুটিকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। শুক্রবার ভোরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুয়াতপুর গ্রামে এই ঘটনা ঘটে। এদিকে সন্তান প্রসবকালে ওই প্রসূতি সন্তানের জন্মদাতা হিসেবে প্রতিবেশী মৃত আব্দুস সালামের ছেলে ইমান আলীর (৪০) নাম বললেও স্থানীয় মাতব্বর আব্দুর রহিম প্রধান সেটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। প্রসূতির সন্তান প্রসবকালে সহায়তাকারী প্রত্যক্ষদর্শী দুই নারী আসমা বেগম ও সুফিয়া বেগম বলেন, প্রায় ৮ বছর আগে ওই মহিলার স্বামী মারা যায়। তারপর তিনি আর বিয়ে করেননি। ভোর রাতে হঠাৎ ওই মহিলার পরিবারের লোকজন তাদের ডেকে নিয়ে যায়। এসময় ঘরের ভিতরে প্রচন্ড পেট ব্যাথায় ছটফট করছিল। তখন জানতে পারি যে তিনি গর্ভবতী সন্তান প্রসব করবেন। তখন ওই সন্তানের পিতৃ পরিচয় জানতে চাইলে তিনি প্রতিবেশী ইমান আলীর নাম বলে। এ বিষয়ে অভিযুক্ত ইমান আলীর বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top