বগুড়া গাবতলীর বাগবাড়ী ফাঁড়ি পুলিশ এক অভিযান চালিয়ে ৫কেজি গাঁজাসহ ৩জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদেরকে ২০ আগষ্ট শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দিয়েছেন পুলিশ।গাবতলী
গ্রেফতারকৃতরা হলো লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ছোট কমলবাড়ী গ্রামের সুরুজ মিয়ার ছেলে আতিকুল ইসলাম (২১), বড় কমলবাড়ী গ্রামের সায়েদ আলীর ছেলে সজিব মিয়া (২২), বকশিপাড়া গ্রামের নুরুল হক এর ছেলে হোসেন আলী (২১)।
এ ছাড়া বাড়ির মালিক গাবতলীর মহিষাবান পশ্চিমপাড়ার কবির হোসেন পলাতক রয়েছে। জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে বাগবাড়ী পুলিশ ফাঁড়ি’র ইনচার্জ আশরাফুল আলম ও এসআই আব্দুল খালেক এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মহিষাবান পশ্চিমপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে কবির হোসেন (২৫) এর বাড়িতে হানা দেন।
এ সময় কবির হোসেন ২কেজি গাঁজা ফেলে দৌড় দিয়ে পালিয়ে গেলেও অন্যান্যদেরকে ৩কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় গতকাল শুক্রবার পুলিশ ফাঁড়ি’র এসআই আব্দুল খালেক বাদী হয়ে গাবতলী থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলামের সাথে কথা বললে তিনি উপরোক্ত তথ্য নিশ্চিত করে বলেছেন, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম এর দিক নির্দেশনায় ফাঁড়ির অফিসার ও অন্যান্য পুলিশ সদস্যদের সহযোগিতায় ৫কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।