GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

বগুড়া পৌর মেয়র মোঃ রেজাউল করিম বাদশা
বগুড়া পৌর মেয়র মোঃ রেজাউল করিম বাদশা

স্টাফ রিপোর্টারঃ স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের মিউনিসিপ্যাল গভর্নান্স এন্ড সার্ভিস প্রজেক্ট (এমজিএসপি)-এর উদ্যোগে এবং বগুড়া পৌরসভার আয়োজনে গত শুক্রবার সকালে পৌর মিলনায়তনে “ভবিষ্যতে বাংলাদেশে নগর কার্যক্রম পরিচালনার জন্য সম্ভাবতা যাচাই” শীর্ষক এক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে আগামী ৫ বছরের জন্য বগুড়া পৌরসভার বিভিন্ন সেক্টরে উন্নয়নের রূপরেখা প্রণয়ন, প্রয়োজনীয়তা নিরূপন ও বাস্তবায়ন বিষয়ে প্রস্তাবনা উত্থাপন করা হয়। চিহ্নিত উন্নয়ন সেক্টরগুলোতে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের এমজিএসপি কর্তৃক আর্থিক সহায়তাসহ সবধরণের সহযোগিতার আশ্বাস দেওয়া হয় ওয়ার্কশপে।

বগুড়া পৌর মেয়র মোঃ রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে বগুড়ার উন্নয়ন সম্ভাবনার সেক্টরগুলো নিয়ে আলোচনা করেন সাবেক মেয়র এ্যাড. মাহবুবর রহমান, প্যানেল মেয়র শ্রী পরিমল চন্দ্র দাস, দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ভাইস প্রেসিডেন্ট এনামুল হক দুলাল, বিশিষ্ট সমাজ সেবক ডা. মুশিহুর রহমান ও মাহমুদা হাকিম, বগুড়া পৌরসভার সচিব মোঃ রেজাউল করিম, নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।

বক্তব্যের উদ্বোধনী পর্ব শেষে ৪টি ভাগে বগুড়া পৌরসভার উন্নয়ন ভাবনা নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় এবং সেখান থেকে উন্নয়ন প্রস্তাবগুলো উত্থাপন করা হয়। পৌর অবকাঠামো ও নগর পরিকল্পনা, পরিবেশ, সামাজিক উন্নয়ন এবং পৌর পরিচালনা ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে ৪টি ভাগে আলোচনার ব্যবস্থা করা হয়।

ওয়ার্কশপ শেষে সমগ্র আলোচনা ও প্রস্তাবনার সারমর্ম উত্থাপন করে বগুড়া পৌর মেয়র মোঃ রেজাউল করিম বাদশা বলেন, আগামী ৫ বছরের মধ্যে বগুড়া পৌরসভার ২০ বছর মেয়াদী মহাপরিকল্পনা প্রণয়ন পূর্বক একটি আধুনিক, পরিচ্ছন্ন, টেকসই, প্রযুক্তি বান্ধব মহানগরী হিসেবে বগুড়াকে গড়ে তুলতে চাই। আমরা প্রযুক্তির মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা, উন্নত ট্রাফিক ব্যবস্থাপনা, উন্নত পার্ক, বিনোদন কেন্দ্র স্থাপন, খেলার মাঠ বৃদ্ধি, রাস্তা ও রোড ডিভাইডারের সৌন্দর্যবর্ধন, এলইডি বাতির মাধ্যমে শহর আলোকিতকরণ ও বিদ্যুৎ খরচ হ্রাস করাসহ সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক বগুড়া গড়ে তুলবো। এছাড়াও বগুড়া পৌরসভাকে অনতিবিলম্বে ‘সিটি কর্পোরেশনে’ উন্নীত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখাসহ অনলাইন ভিত্তিক ট্রেড লাইসেন্স, কর নির্ধারণ, কর আদায় ব্যবস্থা এবং ঘরে বসেই কর পরিশোধের জন্য স্বল্প সময়ে, সহজে ও নিরাপদ করার জন্য অনলাইন পেমেন্ট গেটওয়ে, মোবাইল ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে বগুড়া পৌরসভাকে সংযুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বগুড়ার উন্নয়নে এলজিইডিসহ সকল মহলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

ওয়ার্কশপে উপস্থিত এলজিইডি বগুড়ার নির্বাহী প্রকৌশলী গোলাম মোর্শেদ বগুড়ার সার্বিক উন্নয়নে সবধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং পাশে থাকার অঙ্গীকার করেন। ওয়ার্কশপে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আলহাজ্ব শেখ ও শিরিন সুলতানা, শহর পরিকল্পনাবিদ আল মেহেদী হাসান, পরিবেশ আন্দোলন বগুড়ার সভাপতি জিয়াউর রহমান, বিভিন্ন পৌর কাউন্সিলরবৃন্দ, ইউএলবি অফিসিয়াল, টিএলসিসি, সিভিল সোসাইটির প্রতিনিধিবৃন্দ।


Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top