পুলিশ জানায়, মঙ্গলবার রাতে আবু নাহিদ ধান কাঁটার কাঁচি ও পাইপ হাতে উপশহর আরসি টাওয়ার বিল্ডিংয়ের চারতলায় উঠে পড়ে। এরপর সেখানে সে ছাদের রেলিং ভেঙে পানির ট্যাংকির লাইন কেঁটে দেয়। পরে ছাদ থেকে রাস্তায় থাকা মানুষের দিকে এলোপাথারিভাবে ইট-পাটকেল ছুড়তে থাকে। এ ঘটনায় এলাকাবাসির মধ্যে আতংক ছড়িয়ে যায়। এতে মানুষ ভয়ে ছোটাছুটি করতে থাকে ও দোকানদাররা ভয়ে দোকান বন্ধ করে পালিয়ে যায়।
এরপর তখন নাহিদছাদ থেকে নিচে নেমে এসে ভাঙা ছাদের রেলিং দিয়ে বাজার মোড়ে দাঁড়িয়ে ২ টি গাড়ী ভাঙ্চুর করে। এ সময় উগ্র নাহিদ স্থানিয়দের উদ্দেশ্য করে বলতে থাকে " আমি ঈমাম মাহদী, সবাইকে ধ্বংস করে দেব। তোমাদের রাজত্বের দিন শেষ "৷ এরপরে স্থানিয়রা ও পুলিশ নাহিদকে ধাওয়া করে ঝোপগাড়ি বাজার থেকে আটক করে। স্থানীয় আরসি টাওয়ারে সিটি ব্যাংকের স্থানীয় এজেন্ট ও ব্যবসায়ী একে আজাদ জানান, নামাজ শেষে এসে দেখি রাস্তায় বৃষ্টির মতো উপর থেকে ইট পরছে।
ঘটনাস্থলে দ্রুত পুলিশ আসলেও আমরা কেউই বুঝে উঠতে পারছিলাম না কোথা থেকে কি হচ্ছে। পরে দেখতে ভাই নাহিদ নামে ওই যুবক হাসুয়া হাতে নিজেকে ঈমাম মাহাদী দাবি করে এগুলো করছে। উপশহর পুলিশ ফাঁড়ির এসআই ফজলে এলাহি জানান, গ্রেফতারকৃত নাহিদ উগ্র স্বভাবের। তাকে একটি ধারালো হাসুয়াসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল তাকে কারাগারের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।