GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

ধুনট (বগুড়া) প্রতিনিধি: দরপত্র ছাড়াই বগুড়ার ধুনটে প্রস্তাবিত আশ্রয়ন প্রকল্প এলাকা থেকে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ২শ’টি সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছে। গোসাইবাড়ি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মিনহাজ উদ্দিন বাদি হয়ে গত বুধবার রাতে থানায় এ মামলা দায়ের করেন।


গতকাল বৃহস্পতিবার সকালের দিকে থানা পুলিশ ঘটনাস্থল থেকে কাটা গাছের ১৫টি অংশ জব্দ করেছে। তবে এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিরা ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। গত ৯ আগস্ট করতোয়ায় ভিডিও প্রতিবেদন ও ১০ আগস্ট করতোয়া পত্রিকায় গাছ খেকোদের নাম পরিচয়সহ প্রতিবেদন প্রকাশের পর এ মামলা দায়ের করা হয়। কিন্ত ওই মামলায় আসামীদের নাম উল্লেখ করা হয়নি।     
মামলা সূত্রে জানা যায়, উপজেলার গোসাইবাড়ি ইউনিয়েনের চুনিয়াপাড়া গ্রামে মানাস নদীর তীরে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণের সিদ্ধান্ত নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রায় ৪ বিঘা আয়তনের সরকারি ওই জায়গাতে বিভিন্ন জাতের শত শত কাঠ গাছ ছিল। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন আগে ওই গাছগুলো রোপন করেছিলেন।

এ অবস্থায় ৮ আগস্ট দিনের বেলায় চুনিয়াপাড়া আশ্রয়ন প্রকল্প এলাকা থেকে প্রায় ২০০টি গাছ কেটে বিক্রি করেছেন সরকারি দলের স্থানীয় প্রভাবশালীরা। ওই গাছগুলো কিনে নিয়েছেন সাদ্দাম হোসেন নামে স্থানীয় এক ব্যবসায়ী। তার কারখানায় (স মিলে) গাছের কাটা অংশ সংরক্ষণ করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, সরকারি গাছ কাটার অভিযোগে করা মামলায় আসামীর নাম উল্লেখ নেই। তদন্ত সাপেক্ষে এ সব ব্যক্তিদের সনাক্তের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হবে। ইতিমধ্যে কাটা গাছের অংশ জব্দ করা হয়েছে।

Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top