এস আই শফিক, বগুড়া (সদর) প্রতিনিধিঃ ভুয়া পুলিশ সেজে মামলা মিমাংসা করে দেয়ার কথা বলে টাকা গ্রহন কালে এক যুবক আটক।
মঙ্গলবার সকাল ১১টায় বগুড়া সদরের বাঘোপাড়া বন্দরে নুনগোলা ইউনিয়নের শশীবদনী গ্রামের শ্রী নারায়ন চন্দ্র দাসের পুত্র শ্রী সুমল চন্দ্র দাস(২৫) সদরের শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা গ্রামের আব্দুল গোফ্ফারের পুত্র আজিজুর রহমান (২৪)কে ফোনে ডেকে নিয়ে নিজেকে পুলিশের পরিচয় দিয়ে একটি ভুয়া মামলার কাগজ দেখান এবং বলেন, মামলা থেকে রেহায় পেতে বিশ হাজার টাকা দিতে হবে।
আজিজুর রহমান টাকা সংগ্রহের জন্য তেলিহারা তার বাড়িতে গিয়ে স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলামকে ঘটনা খুলে বলেন। আজিজুর রহমান আরও জানান, বেশ কয়েকদিন হলে সুবল পুলিশের পরিচয় দিয়ে তাকে দেখা করতে বলে এবং মামলার ভয় দেখান।
তখন ইউপি সদস্য তাজুল ইসলাম বাঘোপাড়ায় গিয়ে শ্রী সুমল চন্দ্রের কাছে ঘটনা জানতে চাইলে সে নিজেকে বগুড়া সদর থানার এস আই সোহেল নামে পরিচয় দেন এবং একটি ভুয়া মামলা কাগজ দেখান। তখন ইউপি সদস্য তাজুল ইসলাম বগুড়া সদর থানায় ফোন করে বিষয়টি অবগত করেন। সাথে সাথে এস আই সোহেল ঘটনাস্থলে পৌছে এবং ভুয়া এস আই শ্রী সুমল চন্দ্র দাস(২৫)কে আটক করে থানায় নিয়ে যায়।