GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

 আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দার সদস্যরা। গত সোমবার (১৮জুলাই) রাত ১০টা ৪০ মিনিটে সান্তাহার স্টেশনের টিকিট কাউন্টার চত্ত্বরে এ ঘটনা ঘটে।


এসময় তাদের নিকট থেকে বিভিন্ন ট্রেনের ১০টি টিকিট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার সান্তাহারের সাঁতাহার গ্রামের মসলিম ঢালির ছেলে মানিক ঢালি (৩২) ও জিল্লুর রহমানের ছেলে মামুন (৩০)। এ ব্যাপারে নিরাপত্তা বাহিনী গোয়েন্দা শাখার হাবিলদার শফিকুল ইসলাম বাদি হয়ে সান্তাহার রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।

সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও জিআরপি থানা সুত্রে জানাযায়, ঈদুল আযহা উপলক্ষে ট্রেনের টিকিট সংকট চলছিল। এসুযোগে ট্রেনের প্রকৃত যাত্রী সাধারণ টিকিট না পেলেও রেলওয়ের এক শ্রেনির কর্মকর্তা ও কর্মচারিদের যোগ সাজশে টিকিট চলে যায় কালো বাজারিদের হাতে। গত সোমবার রাতে সান্তাহার স্টেশনের টিকিট কাউন্টারের সামনে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রটি অধিক মূল্যে যাত্রীদের নিকট ট্রেনের টিকিট বিক্রি করার সময় সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার সদস্যরা অভিযান চালিয়ে কালোবাজারি চক্রের সদস্য মানিক ঢালি ও মামুন নামের দুই জনকে গ্রেফতার করে। এসময় কালোবাজারির উদ্দেশ্যে তাদের হেফাজতে থাকা বিভিন্ন ট্রেনের এসি ও নন এসি বগির ৭ হাজার ৬২ টাকা মূল্যে ১০টি ট্রেনের টিকিট উদ্ধার করা হয়।

সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আযম জানায়, টিকিট কালোবাজারি চক্রের সদস্য মানিক ঢালি ও মামুনকে গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top