আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে অবৈধভাবে ধান ও চাল মজুত রাখায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই মজুতদারের ৩০ হাজার টাকা জরিমানা করেছেন।
গতকাল ২৪ আগস্ট বুধবার বিকেলে আদমদীঘির মুরইল বুলু চালকল ও জনৈক হিরোর বাসায় এ অভিযান চালান উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট শ্রাবণী রায়। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আদমদীঘির নসরতপুর ইউনিয়নের মুরইল বাজার এলাকায় কয়েকজন মজুতদার ধান ও চাল মজুত রেখেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহি ম্যাজিস্ট্রেট শ্রাবণী রায়ের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গত বুধবার বিকেল ৫টায় পুশিন্দা সরদারপাড়া হিরোর বাসায় অভিযান চালিয়ে অবৈধভাবে ২০০ বস্তা চাল মজুত রাখায় মজুতদার হিরোর ২০ হাজার টাকা ও বুলু চালকলে অনুমোদন ছাড়াই ৫০০ বস্তা ধান মজুত রাখার অপরাধে চালকল ভাড়াটিয়া মালিক মজুতদার জাহাঙ্গীর আলমের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ধান-চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী মজুত কিংবা বেশি দামে বেচকেনা না করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে সর্তক করা হয়।