GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

আদমদীঘি (বগুড়া):  বগুড়ার আদমদীঘি উপজেলার হাট-বাজারে ইউরিয়া সারের সংকট দেখা দিয়েছে। আমনের ভরা মৌসুমে সার সংকট দেখা দেওয়ায় দোকানে দোকানে ধর্ণা দিয়েও মিলছেনা প্রয়োজনীয় সার। ফলে কৃষকদের মাঝে হতাশা বিরাজ করছে।

আদমদীঘি উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১২ হাজার ১৮০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব জমিতে আমন ধান চাষের শুরুতে ইউরিয়া সারের প্রয়োজন হয়। ধান রোপনেণর ৪/৫ দিনের মধ্যে ইউরিয়া সারের সাথে আগাছা নিধন ওষুধ প্রয়োগ করতে হয়। কিন্তু চলতি আগস্ট মাসে ধান রোপণের পর থেকে বাজারে ইউরিয়া সার সংকট দেখা দেওয়ায় আগাছা নিধন ওষুধ প্রয়োগে বিঘ্ন সৃষ্টি হয়। ধান রোপণের ১৫/২০ দিনের মধ্যে প্রথম বার ইউরিয়া সার প্রয়োগ করার প্রয়োজন হলেও মিলছেনা কাঙ্খিত সার।

শিবপুর গ্রামের কৃষক শাহিনুর ইসলাম জানান, সে ৭ বিঘা জমিতে রোপা আমন ধানচাষ করেছেন। ইউরিয়া সার না পাওয়ায় বাধ্য হয়ে ডিএপি সারের সাথে আগাছা দমন ওষুধ প্রয়োগ করি।

কাশিমালা গ্রামের কৃষক ওয়াহেদ আলী জানান, তিনি ৮ বিঘা জমিতে আমন ধানচাষ করেন। তার ৪ বস্তা ইউরিয়া সার প্রয়োজন হলেও বাজারে মিলাতে না পেরে মঙ্গলবার লাইনে দাঁড়িয়ে অনেক কষ্টে এক বস্তা সার মিলেছে।

সার নিতে লাইনে দাঁড়ানো তেতুলিয়া গ্রামের কৃষক ছাইফুল ইসলাম বলেন, জমিতে ধান রোপণের পর ইউরিয়া সার বাজারে না পাওয়ায় উপরি সার প্রয়োগ করা সম্ভব হয়নি। তিন বস্তা সার প্রয়োজন, কিন্তু লাইনে দাঁড়িয়ে পেলাম মাত্র এক বস্তা সার।

বিসিআইসির সার ডিলার মঙ্গল সাহা বলেন, চলতি আগস্ট মাসে তিনি ৬২ মেট্রিক টন ইউরিয়া সার বরাদ্দ পেয়ে কৃষি অফিসের তত্ত্বাবধানে কৃষকদের মাঝে বিক্রি করা হচ্ছে।

খুচরা সার ডিলার আব্দুর রহিম জানায়, ১৮০ বস্তা সার বরাদ্দ পাওয়া গেছে। মঙ্গলবার সকাল থেকে উপ-সহকারি কৃষি কর্মকর্তা শাহ আলমের উপস্থিতিতে কৃষকদের মাঝে ১ হাজার ১০০ টাকা বস্তা মূল্যে জনপ্রতি ১ বস্তা করে সার বিতরণ করা হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী সার সংকট নেই উল্লেখ করে বলেন,  চলতি আগস্ট মাসে উপজেলায় ইউরিয়া সারের চাহিদা ২ হাজার ২০০ মেট্রিক টন। এরমধ্যে পাওয়া গেছে ৬২১ মেট্রিক টন। উপজেলার বিসিআইসি সার ডিলার ১০জন ও বিএডিসি সার ডিলার ১৯জন এবং খুচরা সাব ডিলার রয়েছে ৩২ জন।


Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top