আদমদীঘি (বগুড়া) : বগুড়ার আদমদীঘিতে ৫০ কেজি নিষিদ্ধ রাক্ষুশে পিরানহা মাছ জব্দ করা হয়েছে। পরে জব্দ করা মাছ একটি এতিম খানায় ছাত্রদের খাবার হিসেবে দিয়ে দেওয়া হয়।
গত ২২ আগস্ট সোমবার বিকেল ৩টায় আদমদীঘির নসরতপুর হাটে বিক্রিকালে এসব মাছ জব্দ করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে আদমদীঘির নসরতপুর হাটে বিক্রি নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল বিকেল ৩টায় মাছ বাজারে অভিযান চালিয়ে বিক্রি কালে ৫০ কেজি পিরানহা মাছ জব্দ করেন। এসময় মাছ ব্যবসায়ী গা ঢাকা দেন। পরে জব্দকৃত মাছ স্থানীয় বিবি হাজেরা এতিম খানা ছাত্রদের খাবার জন্য দেওয়া হয়। এদিকে সরকারিভাবে রাক্ষুশে এই পিরানহা মাছ উৎপাদন, চাষ, বিপণন, বহন, বিক্রি নিষিদ্ধ হলেও সেই রাক্ষুশে পিরানহা মাছ খাওয়া কতটা স্বাস্থ্যসম্মত তা নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল জানান, যেহেতু পিরানহা মাছ খাওয়াতে নিষেধাজ্ঞা নেই। সেই কারণে জব্দ করা মাছ এতিমখানায় দেওয়া হয়েছে।