ফিলিপাইনে শক্তিশালী ও অগভীর একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে দ্বীপপুঞ্জের দেশটির মাসবেট প্রদেশে এই ভূমিকম্প আঘাত হানে।
দেশটির ভূকম্পন সংস্থা ভূমিকম্পের আফটারশক ও সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে বাসিন্দাদের সতর্ক করেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, প্রদেশের প্রধান দ্বীপ মাসবেটের মিয়াগা গ্রামের নিকটতম গ্রাম থেকে ভূমিকম্পের কেন্দ্র ছিল ১১ কিলোমিটার দূরে।
ভূমিকম্পের গভীরতা কম হলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। এমনকি সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
মাসবেট প্রদেশের পুলিশ প্রধান রলি আলবানা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এটি কিছুটা শক্তিশালী ছিল। ভূমিকম্পের ঝাঁকুনিতে আমাদের ঘুম ভেঙে যায়।
আলবানা বলেন, পুলিশ ভূমিকম্পের প্রভাবের কোনো খবর এখনো পায়নি।
ইউসন পুলিশ প্রধান ক্যাপ্টেন রেডেন টলেডো বলেছেন, ভূমিকম্প টের পেয়ে কিছু বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছেন। এমনকি সম্ভাব্য আফটারশকের আশংকায় আমি নিজেও ঘর থেকে বের হয়ে যাই।
ডিমাসালাং পৌরসভার দুর্যোগ কর্মকর্তা গ্রেগোরিও আডিগু বলেছেন, ভূমিকম্পের প্রায় এক ঘণ্টা পর তিনি একটি শক্তিশালী আফটারশক অনুভব করেন। তবে এতে কোনো ভবন ও অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি।