ভেঙ্গে ফেল কোটার ধাঁধা
মো. রাশেদুজ্জামান-------------------------------------
আসুক যতই আসুক বাধা
ভেঙ্গে ফেল কোটার ধাঁধা
ওরে ও... তরুণ সমাজ
থাকিস না রে ঘুমিয়ে আজ
দে ফেলে দে হাতের শিকল
ছুড়ুক তারা যতই কাঁদা ।।
আয় বেরিয়ে রাজপথে ভাই
পিছন ফেরার সময় তো নাই
নে জ্বালিয়ে রক্ত মশাল
ছাত্র দামাল, তোরাই বিশাল
তোরা যদি না জাগিস ভাই
কেমনে হবে তার সমাধা ।।
দেশটা তোর মায়ের সমান
সইবি কেন তার অপমান
লুটে পুটে খাচ্ছে যারা
কোটার ধোঁকা দিচ্ছে তারা
ঘোর তমশা দে কাটিয়ে
দে রে ভাই দে তাগাদা ।।
বুলেট বোমা টিয়ার শেলে
যতই থাকিস প্রতিকূলে
বিজয় তোরা নে ছিনিয়ে
নিশান খানি দে উড়িয়ে
ব্যারিকেডের কাঁটা তারে
দে ঝুলিয়ে তোদের মেধা ।।