প্রেস বিজ্ঞপ্তি: দেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে ও ছাত্র হত্যা, নিপীড়ন, গ্রেফতার, হয়রানির প্রতিবাদে ও বাংলাদেশ ইসলামি গীতিকার পরিষদের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে।
রবিবার সকালে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই বিবৃতিতে স্বাক্ষরসহ সংহতি প্রকাশ করেন সংগঠনটির সভাপতি-কাজী মারুফ, সাধারণ সম্পাদক-মামুন মিসবাহ ও সাংগঠনিক সম্পাদক- রফিকুল ইসলাম তাওহিদ।
বিবৃতিতে গীতিকাররা বলেন, গত ১৫ জুলাই, ২০২৪ ইং তারিখ থেকে দেশে বিভিন্ন বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে এবং পরে দেশের সর্বত্র ছড়িয়ে পড়া বৈষম্যবিরোধী ছাত্র সমাজের উপর নির্বিচারে গুলি করে হত্যা, নিপীড়ন ও নির্যাতনের নজিরবিহীন ঘটনা ঘটছে। এ যাবৎ ৩২ জন শিশুসহ অন্তত দুই শতাধিক মৃত্যুর খবর দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম কর্তৃক নিশ্চিত করা হয়েছে। এছাড়াও অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন এবং সহস্রাধিক ছাত্র আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। হাজার হাজার ছাত্রকে গ্রেফতার করে কারাগারে বন্দি করে রেখেছে এমনকি ছাত্রী নিপীড়নের মতো ঘটনাও ঘটেছে। যা জুলুম ও মানবাধিকার লঙ্ঘনও বটে।
বিবৃতিতে গীতিকাররা আরও জানান, লেখকগণ যুগে যুগে সমাজ তথা রাষ্ট্র বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করেছে বর্তমানেও এর ব্যত্যয় ঘটেনি।
বাংলাদেশ ইসলামি গীতিকার পরিষদ সর্বদায় হত্যা, জুলুম, নির্যাতন সর্বোপরি সকল অন্যায়ের বিপক্ষে রয়েছে। বাংলাদেশ ইসলামি গীতিকার পরিষদের সকল সদস্য এ বিষয়ে একমত আছেন এবং প্রতিনিয়ত তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে কলম ধরে যাচ্ছেন।
সর্বাত্মক অসহযোগ আন্দোলনের প্রতিও বাংলাদেশ ইসলামি গীতিকার পরিষদের পূর্ণ সংহতি রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেন গীতিকাররা।
এছাড়াও যেসব লেখক নিজ স্বার্থ হাসিলে চলমান পরিস্থিতিতে চুপ আছেন, কলমের নিব ঢেকে রেখেছেন তাদেরকেও বাংলাদেশ ইসলামি গীতিকার পরিষদের সকল সদস্য বয়কট ঘোষণা করেছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে।