দেশে ফিরেছেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকালে একটি ফ্লাইটে তিনি যুক্তরাষ্ট্র থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। ৯ বছর পর দেশে ফিরে আবেগাপ্লুত আনসারীকে সিজদা দিতে দেখা যায়।
সমালোচনামূলক সাংবাদিকতার কারণে ২০১৫ সালের জানুয়ারিতে মুশফিকে নির্বাসিত করা হন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া বার্তা সংস্থা ইউএনবিসহ বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন ফজল আনসারী। ছিলেন বিশ্বব্যাংকের কনসালট্যান্টও।
বিশ্বখ্যাত ব্রিটেনের দ্য টাইমস ও সানডে টাইমস পত্রিকায় ওয়ার্কএক্সিপিরিয়েন্স রিপোর্টার হিসেবে কাজ করেছেন ফজল আনসারী। তিনি জাস্টনিউজবিডির সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন।