GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com


আকাশ সদর (বগুড়া) প্রতিনিধিঃ বিশ্ব জগতের একমাত্র স্রষ্টা  মহান আল্লাহ পাক, তার সৃষ্টি রহস্য বোঝা কঠিন, তিনি বলেছেন হে মানবমন্ডলী তোমরা আমার সৃষ্টিকে চেনো, আমার সৃষ্টিকে  নিয়ে গবেষণা কর, আমাকে নিয়ে নয়। তাহলে আমাকে চিনতে পারবে। তাই স্রষ্টাকে চিনতে হলে তার সৃষ্টিকেই চিনতে হবে। যাদের অন্তরে বক্রতা রয়েছে তারা শত নিদর্শনেও স্রষ্টাকে মানতে চাই না। আল্লাহ পাক পথভ্রষ্ট মানুষ জাতিকে সৎ পথে পরিচালনা করতে বিভিন্ন সময় বিভিন্ন নিদর্শন দেখিয়ে থাকেন। যেমন কখনো শোনা যায় গো মাংসে আল্লাহর নাম, মোরগের কন্ঠে আল্লাহর জিকির, প্রাকৃতিক ভাবে গাছের ডাল পেঁচিয়ে তৈরি হয়েছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ। তেমনি একটি অলৌকিক নিদর্শন দেখা গেছে চিংড়ি মাছে আল্লাহর নাম। বগুড়া সদরের গোকুল ইউনিয়নের বেহুলার বাসর ঘর নামক এলাকার মৃত সহির উদ্দিনের পুত্র মোঃ আবু সাঈদ গত শুক্রবার সকাল বেলা ঐতিহাসিক মহস্থান হাট থেকে দেশিয় চিংড়ি নিয়ে বাড়িতে আসেন। দেশীয় চিংড়ি মাছ পেয়ে মনের আনন্দে কাটতে বসেন আবু সাঈদের স্ত্রী, কয়েকটা চিংড়ি মাছ কাটতেই একটি চিংড়ির গায়ে দেখতে পান আল্লাহর নাম। আতঁকে উঠেন তিনি, ডেঁকে দেখান কয়েকজন মহিলাকে। মুহূর্তেই ঘটনাটি ছড়িয়ে পড়ে চর্তুদিকে চিংড়ি মাছ টিকে এক নজর দেখার জন্য লোকজনের ভীড় জমতে থাকে আবু সাঈদের বাড়িতে। সবার মুখে প্রতিধ্বনিত হতে থাকে, আল্লাহর মহিমা।
Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top