GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com


মহেশখালীতে বিপাকে পান চাষীরা

চেতনা বার্তা, কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের উপকূলীয় দ্বীপ মহেশখালীর রপ্তানী যোগ্য পণ্যের মধ্যে অন্যতম হচ্ছে পান। উপজেলার অধিকাংশ মানুষ জীবিকা র্নিবাহ করে পান চাষ করে। সে লক্ষ্যে প্রতিনিয়ত পানের বাজার দর থাকে চওড়া।
কিন্তুু গত কয়েক দিনের হরতালে পানের নিম্নমূখী বাজার দর লক্ষণীয়। হঠাৎ করে পানের দর কমে যাওয়ায় বিপাকে পড়ছে পান ব্যবয়ায়ীরা। হতাশায় ভুগছে অধিকাংশ ব্যবসায়ী।

সরেজমিন পরিদর্শনে দেখা যায় ছোট পান বিক্রি করা হচ্ছে ৩০ টাকা এবং বড় পান ৯০-১০০টাকা। যেটা আগে বিক্রি হতো-৩০০ টাকা। একাধিক পান ব্যবয়ায়ীরা জানান, হরতালের কারণে পান বাইরের এলাকা (নোয়াখালী,ফেনী,ঢাকা) গুলোতে রপ্তানী করতে না পারায় দাম কমেছে।
Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top