GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

চেতনা বার্তা ডেস্কঃ ফের শাপলা চত্বরে মহাসামবেশ করার ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলাম। আগামী ২৪ ডিসেম্বর সেই সমাবেশ করা হবে বলে জানানো হয়েছে।

রোববার বিকেলে হাটহাজারী দারুল উলুম মুঈনুল মাদ্রাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে হেফাজতের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী এ ঘোষণা দেন।

এছাড়া ২৯ নভেম্বর দেশের সব উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল, ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠানের আগে ২৪ নভেম্বর চাঁদপুর, ৩০ নভেম্বর টাঙ্গাইল, ৯ ডিসেম্বর দিনাজপুর, ১২ ও ১৩ ডিসেম্বর চট্টগ্রাম, ২০ ডিসেম্বর ফেনীসহ নোয়াখালী, কুমিল্লা, গাজীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, হবিগঞ্জ, বগুড়া, সিলেট, খুলনা, রাজশাহী প্রভৃতি জেলা ও বিভাগীয় শহরে শানে রেসালত মহাসমাবেশ করার ঘোষণা দেয়া হয়েছে।

এছাড়াও আগামীকাল সোমবার দুপুর ৩টায় হাটহাজারীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে বলে জানান বাবুনগরী।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রুহি।

রুহী বলেন, ‘হেফাজতের রাজনৈতিক কোন অভিলাষ নেই। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীর বিরুদ্ধে অব্যাহত কুৎসা রটনা, কুরুচিপূর্ণ মন্তব্য অপপ্রচারে ব্যর্থ হয়ে সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে ১৮ দলের নেত্রীর ছবির সাথে তার ছবি জুড়ে দিয়ে ব্যঙ্গচিত্র তৈরি করে পোস্টরিং করা হচ্ছে। যা আমিরসহ পুরো আলেম সমাজের সাথে বেয়াদবির সামিল।’

সংবাদ সম্মেলনে বলা হয়, আমিরের ব্যঙ্গচিত্র প্রকাশ করে যারা দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির ইন্ধন যোগাচ্ছে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এবং নতুনভাবে গজিয়ে ওঠা নাস্তিক ব্লগারদের অপতৎপরতা কঠোর হস্তে দমন করা, সংবিধানে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন, মহানবীর শানে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন পাস, গ্রেপ্তারকৃত হেফাজতের নেতাকর্মীদের মুক্তি, দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, ৫ ও ৬ মে শাপলা চত্বরে শহীদ ও পঙ্গু হয়ে যাওয়া তৌহিদী জনতার নিরপেক্ষ তদন্তপূর্বক ক্ষতিপূরণ দেয়া এবং ১৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে উপরোক্ত কর্মসূচি।

সংবাদ সম্মেলনে হেফাজতের অন্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- মাওলানা শামসুল আলম, হাফেজ তাজুল ইসলাম, আনাছ আল মাদানী, আশরাফ আলী নিজামপুরী, আজিজুল হক ইসলামাবাদী, ইলিয়াছ ওসমানী, মীর ইদ্রিছ, জাকারিয়া নোমান, মুনির আহমদ, হাফেজ ফয়সল, কামরুল ইসলাম, মোয়েদ মোর্শেদ, এমরান ফতেপুরী, জাবের হোসেন, শামসুর রহমান প্রমুখ। উল্লেখ্য, এর আগে ১৫ নভেম্বর শাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা হেফাজত। ২ নভেম্বর এ ঘোষণার পর তরিকল ফেডারেশন একই সময় একই স্থানে সমাবেশ করার ঘোষণা দেয়। পরে অবশ্য হেফাজত তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করে।
Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top