GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

চেতনা বার্তা ডেস্কঃ নবম জাতীয় সংসদের ১৯তম অধিবেশন সমাপ্ত হয়েছে। বুধবার রাত ৮টা ২৩ মিনিটে রাষ্ট্রপতির দেয়া সমাপ্তি সংক্রান্ত আদেশ পড়ে শোনান স্পিকার ড. শিরীন শারমিন শারমিন চৌধুরী। সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফার ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ অধিবেশনের সমাপ্তি ঘোষণার আদেশ দেন। স্পিকার সব সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। এর আগে প্রধানমন্ত্রী তার সমাপনী ভাষণে বলেন, কোনো যুুদ্ধাবস্থা বিরাজ না করলে এ মেয়াদে আর কোনো অধিবেশন বসবে না। তবে রাষ্ট্রপতি তাকে নির্বাচন পর্যন্ত সংসদ ও সরকার বহাল রাখার অনুমতি দিয়েছেন বলেও বক্তব্যে তুলে ধরেন। এ সংসদে ৪২৮টি কার্যদিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এটাই সর্বাধিক কার্যদিবস। সর্বাধিক আইন এ সংসদের পাস হয়েছে। দুটি বেসরকারি বিলসহ ২৭১টি আইন এ সংসদে পাস হয়েছে। এর আগে নবম জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শেষ করে প্রায় দেড় ঘণ্টাব্যাপী প্রধানমন্ত্রী তার সমাপনী বক্তব্য দেন।
Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top