চেতনা বার্তা, শিবগঞ্জ বগুড়া থেকে আজিজুল হক বিপুলঃ
হরতালের পরের দিন বৃহস্পতিবার থেকে বগুড়া-২ শিবগঞ্জ উপজেলার মহাস্থান বগুড়া রংপুর মহাসড়কে গাড়ীর উপস্থিতি বেড়ে যাওয়ায় যানযটের সৃষ্টি হয়েছে ফলে যাত্রীদের দূর্ভোগ।
মহাস্থান বন্দর বাজার এলাকায় বগুড়া রংপুর মহাসড়কে গাড়ীর উপস্থিতি বেড়ে যাওয়ায় যানযটের সৃষ্টি হয়েছে ফলে যাত্রীদের দূ’ভোগ বেড়ে চলেছে। হাট পরিচালকের এক সুত্রে জানা যায় হরতালে কারণে এই যানযটের সৃষ্টি হয়েছে। টানা ৩দিন হরতাল থাকায় গাড়ীর উপস্থিতি বেশী অন্য দিকে কৃষকদের উৎপাদিত মৌসুমী ফসল সময় মত না তোলার কারণে সবজি গুলো নষ্ট হয়ে যাচ্ছে। কৃষকরা কাঁচা মালের ভ্যান ভটভটি কোচিং করতে একটু বিলম্ব হওয়ার কারণে এ সংকটের সৃষ্টি হচ্ছে। তিনি বলেন ২ জন প্রসাশন সদস্য সহযোগিতা করছে কিন্তু প্রসাশনিক সদস্য আরও প্রয়োজন সদস্য বাড়াতে পারলে এমন সমস্যা সৃষ্টি হবে না। আরও প্রশাসনিক সদস্য বাড়ানোর জন্য আবেদন করছেন।
হরতালের পরের দিন বৃহস্পতিবার থেকে বগুড়া-২ শিবগঞ্জ উপজেলার মহাস্থান বগুড়া রংপুর মহাসড়কে গাড়ীর উপস্থিতি বেড়ে যাওয়ায় যানযটের সৃষ্টি হয়েছে ফলে যাত্রীদের দূর্ভোগ।
মহাস্থান বন্দর বাজার এলাকায় বগুড়া রংপুর মহাসড়কে গাড়ীর উপস্থিতি বেড়ে যাওয়ায় যানযটের সৃষ্টি হয়েছে ফলে যাত্রীদের দূ’ভোগ বেড়ে চলেছে। হাট পরিচালকের এক সুত্রে জানা যায় হরতালে কারণে এই যানযটের সৃষ্টি হয়েছে। টানা ৩দিন হরতাল থাকায় গাড়ীর উপস্থিতি বেশী অন্য দিকে কৃষকদের উৎপাদিত মৌসুমী ফসল সময় মত না তোলার কারণে সবজি গুলো নষ্ট হয়ে যাচ্ছে। কৃষকরা কাঁচা মালের ভ্যান ভটভটি কোচিং করতে একটু বিলম্ব হওয়ার কারণে এ সংকটের সৃষ্টি হচ্ছে। তিনি বলেন ২ জন প্রসাশন সদস্য সহযোগিতা করছে কিন্তু প্রসাশনিক সদস্য আরও প্রয়োজন সদস্য বাড়াতে পারলে এমন সমস্যা সৃষ্টি হবে না। আরও প্রশাসনিক সদস্য বাড়ানোর জন্য আবেদন করছেন।