চেতনা বার্তা, মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ঃ
বর্তমান প্রযুক্তিগত বিশ্বে শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা এগিয়ে চলছে সময়ের সাথে তাল মিলিয়ে। প্রযুক্তির বিশ্বে প্রযুক্তিগত শিক্ষা এখন সময়ের ব্যপার হয়ে দাড়িয়েছে। আধুনিকায়ন বিশ্বে আধুনিক শিক্ষা ব্যবস্থা অপরিহার্য। আর এই অপরিহার্যতার বাস্তবতা উপলব্ধি করে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের ঘাগুরদুয়ারে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান ইন্টারন্যাশনাল ক্যাডেট গার্লস স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। অত্র ক্যাডেট গার্লস স্কুলের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন বগুড়া শিবগঞ্জ-২ আসনের সাবেক এমপি অধ্যক্ষ আলহাজ্ব শাহাদতুজ্জামান। প্রসঙ্গত: অত্র শিবগঞ্জের ঘাগুরদুয়ারের কৃতী সন্তান অধ্যক্ষ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান এলাকায় অত্যন্ত শিক্ষানুরাগী ও সমাজ সেবক হিসেবে খ্যাতিমান। তিনি এরই মাঝে তার ঘাগুরদুয়ার গ্রামে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান হাফেজিয়া এন্ড ইন্টারন্যাশনাল হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানা প্রতিষ্ঠা করেছেন। আধুনিক বিশ্বের নারী শিক্ষার গুরুত্ব বর্তমান বিশ্বকে একধাপ এগিয়ে নিয়েছে। আর এরই বাস্তবতায় অত্র এলাকার নারী শিক্ষার গুরুত্ব বিবেচনা করে অত্র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান ইন্টারন্যাশনাল ক্যাটেড গার্লস স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। ভিত্তি প্রস্তর কালে উপস্থিত ছিলেন রায়নগর ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন মিল্লাত, শিবগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, শিবগঞ্জ পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, আলহাজ্ব সাখাওয়াত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, আজাদ ফেরদৌস রিপু, সাবেক ইউপি সদস্য আলহাজ্ব মোফাজ্জল হোসেন, হাফেজ মাও: নজরুল ইসলাম, হাফেজ মাও: আশরাফ আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ভিত্তি প্রস্তর শেষে অধ্যক্ষ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান (এমবিএ)’র নিজ বাসায় এতিম শিশুদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।