GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

চেতনা বার্তা, ডেস্কঃ দু-এক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে মহাজোট ছাড়ার ঘোষণা দেবেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ। একই সঙ্গে নতুন একটি রাজনৈতিক জোটেরও ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীর নিজ রাজনৈতিক কার্যালে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

নবগঠিত এই জোটে ডা. বদরুদ্দোজা চৌধুরীর বিকল্প ধারা, কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ, আসম আব্দুর রবের জেএসডি, মাহমুদুর রহমান মান্নার নাগরীর ঐক্য, চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আরো বেশ কয়েকটি দল থাকতে পারে বলেও আভাস দেন এরশাদ।

তিনি বলেন, ১৪ দল ও ১৮ দলীয় জোটের বাইরে অন্য দলগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে। এতে ড. কামাল হোসেনও যোগ দেবেন। বিভিন্ন ইসলামী দলেরও যোগ দেয়ার কথা রয়েছে। এ দলগুলোর সঙ্গে জোট বেঁধে দেশকে রাহুর গ্রাস থেকে মুক্ত করবো।

এরশাদ বলেন, একদল তত্ত্বাবধায়ক সরকার চায়, অন্যদল বলে তত্ত্বাবধায়ক দেবো না। তাদের ক্ষমতায় যাওয়াই একমাত্র উদ্দেশ্য। তারা কেউ জনগণের কথা ভাবে না। এখন সুযোগ এসেছে, এই সুযোগকে আমরা কাজে লাগাবো। জাতীয় পার্টি আর কোনো দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে বিবেচিত হবে না। সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে যাবো না। অশুভ চক্র ভেঙে জাতীয় পার্টি  নির্বাচনে জয়লাভ করবে।

দুই জোটের সমালোচনা করে এরশাদ বলেন, ১৮ দলীয় জোটে কতো দল আছে, তারা নিজেরাই জানে না। ১৪ দলে কতোগুলো দল আছে, তা তারাও জানে না। এবার আমরা জোট করবো এবং এই জোট জয়ী হয়ে সরকার গঠন করবে।

এরশাদ দাবি করেন, তার শাসনামলে দেলোয়ার হোসেন নামে একজন গাড়ি চাপায় নিহত হয়েছিলেন। নূর হোসেন পেছন থেকে গুলিবিদ্ধ হয়েছিলেন। পুলিশ গুলি করলে তো সামনে থেকে গুলি করতো।

তিনি বলেন, আমি দেলোয়ার হোসেনের বাসায় গিয়েছিলাম। নূর হোসেনের বাবাকে প্রতি মাসে টাকা দিতাম। এখন কতো লোকের প্রাণহানি ঘটছে, কতো মানুষ আগুনে পুড়ে মারা যাচ্ছে, কোনো নেতা-নেত্রীকে কী দেখেছেন তাদের পাশে গিয়ে দাঁড়াতে।

জাতীয় ছাত্র সমাজের সভাপতি মিজানুর রহমান হিমু সভাপতিত্বে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দলের মহাসচিব এ বি এম রুহুর আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহম্মেদ, সৈয়দ আবু হোসেন বাবলা, কাজী ফিরোজ রশিদ, তাজুল ইসলাম চৌধুরীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top