হরতালের প্রথম দিনে মিছিল ও
পিকেটিং এ উত্তাল কক্সবাজার
চেতনা বার্তা (অসীম দাশ),কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
১৮ দলীয় জোটের ডাকা টানা ৩ দিনের হরতালে পুরো জেলা উত্তাল হয়ে উঠে। সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় হরতালকারীদের কড়া পিকেটিং করেছে। এসময় জেলার বেশ কয়েক জায়গায় মিছিল ও টায়ার জালিয়ে হরতাল পালন করে বলে জানা গেছে। তবে এবারের হরতালে শহরের চেয়ে গ্রামে প্রভাব পড়েছে বেশী।
হরতালের দিন সকাল ৭ টার দিকে কক্সবাজার শহরের কালুর দোকান, উপজেলা গেইট ও কলেজ গেইটসহ বিভিন্ন পয়েন্টে সড়কে টায়ার জালিয়ে অবস্থান নেয় জামায়াত-শিবিরের লোকজন। সদরের ঈদগাঁওতে আরাকান সড়কে টায়ার জালিয়েছে হরতাল সমর্থকরা। একই দাবীতে খুটাখালী ষ্টেশনে হরতালের সমর্থনে টায়ার জালিয়েছে ছাত্রশিবির ও বিএনপি। বাজারের উত্তর পার্শ্বে জামায়াত-শিবির ও দক্ষিণ পার্শ্বে বিএনপি পৃথকভাবে অবস্থান নেয়। চকরিয়া পৌর শহরে সকাল সাড়ে ৮ টার সময় মিছিল করেছে ছাত্রশিবির। মিছিলটি বাস টার্মিনাল এলাকা থেকে শুরু হয়ে মূল সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
একইভাবে চকরিয়ার ডুলাহাজারা বাজার, ভাঙ্গারমূখ, ইসলামনগর, বরইতলী চৌরাস্তার মাথা, পেকুয়া বাজার, বাগগুজারা, মহেশখালী চালিয়াতলী, পানিরছরা, হোয়ানক, রামু কলঘর, উখিয়ার হিজলিয়া, পালং গার্ডেন, উখিয়া কলেজ গেইট, টেকনাফের হ্নীলা ষ্টেশন এলাকায় পিকেটিং করছে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রশিবিরের সভাপতি দিদারুল ইসলাম।
১৮ দলীয় জোটের ডাকা টানা ৩ দিনের হরতালে পুরো জেলা উত্তাল হয়ে উঠে। সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় হরতালকারীদের কড়া পিকেটিং করেছে। এসময় জেলার বেশ কয়েক জায়গায় মিছিল ও টায়ার জালিয়ে হরতাল পালন করে বলে জানা গেছে। তবে এবারের হরতালে শহরের চেয়ে গ্রামে প্রভাব পড়েছে বেশী।
হরতালের দিন সকাল ৭ টার দিকে কক্সবাজার শহরের কালুর দোকান, উপজেলা গেইট ও কলেজ গেইটসহ বিভিন্ন পয়েন্টে সড়কে টায়ার জালিয়ে অবস্থান নেয় জামায়াত-শিবিরের লোকজন। সদরের ঈদগাঁওতে আরাকান সড়কে টায়ার জালিয়েছে হরতাল সমর্থকরা। একই দাবীতে খুটাখালী ষ্টেশনে হরতালের সমর্থনে টায়ার জালিয়েছে ছাত্রশিবির ও বিএনপি। বাজারের উত্তর পার্শ্বে জামায়াত-শিবির ও দক্ষিণ পার্শ্বে বিএনপি পৃথকভাবে অবস্থান নেয়। চকরিয়া পৌর শহরে সকাল সাড়ে ৮ টার সময় মিছিল করেছে ছাত্রশিবির। মিছিলটি বাস টার্মিনাল এলাকা থেকে শুরু হয়ে মূল সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
একইভাবে চকরিয়ার ডুলাহাজারা বাজার, ভাঙ্গারমূখ, ইসলামনগর, বরইতলী চৌরাস্তার মাথা, পেকুয়া বাজার, বাগগুজারা, মহেশখালী চালিয়াতলী, পানিরছরা, হোয়ানক, রামু কলঘর, উখিয়ার হিজলিয়া, পালং গার্ডেন, উখিয়া কলেজ গেইট, টেকনাফের হ্নীলা ষ্টেশন এলাকায় পিকেটিং করছে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রশিবিরের সভাপতি দিদারুল ইসলাম।