GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

চেতনা বার্তা, ডেস্কঃ বিশিষ্ট অভিনেতা হাসান মাসুদের নামে খোলা একটি ফেক  ফেসবুক  প্রফাইলের ওয়ালে  পোস্টকৃত একটি ছবি নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে চলছে নানা বিভ্রান্তি ও হাস্যরস।
হাসান মাসুদের নামে খোলা ঐ নকল প্রোফাইল থেকে গত বুধবার  ফেসবুক ওয়ালে হাসান মাসুদকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে এরকম অভিনয়ের দু’টি ছবি পোস্ট করা হয়। আর তা নিয়েই শুরু হয় বিভ্রান্তি ও হাস্যরস। অনেক ফেসবুক ব্যবহারকারী ও বেশ কয়েকটি ফেসবুক পেজ হাসান মাসুদের এই অভিনয়ের ছবিকে পুরান ঢাকায় হরতালের পিকেটিংকালে গ্রেফতার বলে প্রচার করে।

উল্লেখ্য, অভিনেতা হাসান মাসুদ রাজনৈতিক বিশ্বাসে একজন আওয়ামীপন্হী হিসাবে পরিচিত। ২০০৯ সালে আওয়ামী বিপুল সংখ্যাগরিষ্ঠ নিয়ে ক্ষমতায় আসলে একটি বেসরকারী টেলিভিশনের টকশোতে তাকে সরকারের কাছে তার প্রথম চাওয়া কি জিজ্ঞাসা করলে তিনি বলেন ৭২ সংবিধানে ফিরে যাওয়া। 
Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top