GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

চেতনা বার্তা, মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ঃ 
গতকাল সোমবার বগুড়া সদরের শেখেরকোলায় নুরুইল বিলের বালু দস্যুদের বালু উত্তোলনকে কেন্দ্র করে  এলাকাবাসীদের সাথে সংঘর্ষ বাধে। জানা যায়, শেখেরকোলা গ্রামের ইউপি সদস্য মীর্জা হাকিম ও তার ভাই মুঞ্জুরুল আলম দীর্ঘদিন যাবৎ নুরুইল বিলে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। তে করে বিলের আশপপাশের আবাদী জমিতে ভাঙ্গনের সৃষি হয়। শেখেরকোলা ইউপির সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী ধলু ও বোর্ডের বাজার বন্দর কমিটির সভাপতি হাফিজার রহমান হাফির নেতৃত্বে এলাকাবাসী বালু দস্যু মীর্জা হাকিম ও মুঞ্জুরুল আলমকে বালু না তোলার জন্য কয়েক দফা অনুরোধ জানান। এ বিষয়ে কিছুদিন আগে এলাকাবাসী সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এর তীব্র প্রতিবাদ জানান এবং বগুড়া জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেন। প্রশাসনের নীরবতায় বালু দস্যুরা বীর দর্পে জমিওয়ালাদের অনুরোধে কর্ণপাত না করে আবারও বালু উত্তোলন করতে থাকে। এতে করে জমির ধার ভেঙ্গ জমিগুলো বিলগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছে জমির মালিকরা। সব কিছুকে উপেক্ষা করে গতকাল আবারো বালু দস্যূরা বালু উত্তোলন করতে এলে এলাকাবাসী বাধা দেয়। প্রতিবাদ স্বরুপ এলাকাবাসী বালু বহন করা রাস্তা কোদাল দিয়ে গর্তে করে যানবাহন চলাচলের অনুপোযোগী করে ফেলে। ঘটনাস্থলের ধান ক্ষেত থেকে চারটি বোমা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বগুড়া সদর সহকারী ভূমি কমিশনারের নেতৃত্বে  ভ্রম্যমান আদালত বালু উত্তোলন মেশিন জব্দ করে এবং এলাকাবাসী বালু ব্যবসার সাথে জড়িত শেখেরকোলা গ্রামের মৃত খেমত আলীর পুত্র আলতাফ আলী প্রাং (৬০) কে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে আদালত তাকে তিন মাসের কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমান প্রদান করেন। এলাকাবাসীর পক্ষে সাবেক স্থানীয় চেয়ারম্যান বলেন, বালু উত্তোলন বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এদিকে বালু ব্যবসায়ী মীর্জা হাকিম দাবি করেন আমার ৩৮ শতক ক্রয়কৃত সম্পত্তিতে আমি বালু উত্তোলন করি। হিংসা বশত হয়ে একটি চক্র আমার ব্যবসার ক্ষতি সাধন করছেন। বার বার ঘটনা ঘটলেও এর কোন সমাধান হচ্ছে না। ফলে উভয় পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। যে কোন মহুর্তে বড় কোন সংঘর্ষের আশংখা করছেন সচেতন মহল। তাই বিষয়টির সুরাহা করার জন্য জরুরী ভিত্তিতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলে তারা মনে করেন।
Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top