GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com


রাশেদুজ্জামান রাশেদঃ তত্ত্বাবধায়ক সরকারকে মেনে না নিয়ে সর্বদলীয় সরকার নামে পাতানো সরকার গঠন করে সরকার যে পাতানো নির্বাচনের স্বপ্ন দেখছে এবং তা বাস্তবায়ন করার জন্য নমিনেশন বিক্রির যে নাটক এই সরকার শুরু করেছে তা জনগণ কিছুতেই মেনে নেবে না। আর এই নমিনেশন বিক্রির নাটকে বগুড়া সদরে যদি কেউ অংশগ্রহণ করে তবে তা সর্বশক্তি দিয়ে প্রতিহত করা হবে। ১৮ দলের ডাকা ৪ দিনের হরতালের ২য় দিন সোমবার সন্ধ্যায় বগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন আয়োজিত ঘোড়াধাপ বন্দরে এক বিশাল মশাল মিছিল এবং বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বগুড়া সদর থানার সিনিয়র সহ-সভাপতি, নিশিন্দারা ইউনিয়নের চেয়ারম্যান,নিশিন্দারা ইউনিয়ন বি.এন.পি’র সভাপতি ও নুনগোলা ইউনিয়ন বি.এন.পি’র সাবেক সভাপতি শহিদুল ইসলাম সরকার। তিনি আরও বলেন, পাতানো নির্বাচন করলে হাজরাদিঘী ভোট কেন্দ্রের ব্যালট বাক্সে কেউ ভোট দেবেনা। মশাল মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বি.এন.পি’র সভাপতি আব্দুল মান্নান পান্না। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন বি.এন.পি’র সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সদর থানার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ বজলু, সদর থানার দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি রায়হান আলী রাঙ্গা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ্ আলম জনি, বন্দর কমিটির সভাপতি রাশেদুল ইসলাম কাটিজ, ইউনিয়ন ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক আব্দুল মজিদ সোহেল। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান পলাশ, রহিম, স্বপন, জহুরুল, আতিক, বজলু, বারী, মিলন, বন্দর কমিটির সেক্রেটারী মামুন, রাশেদ, সেলিম, জুয়েল, রাশেদ, জামায়াতে ইসলামীর সভাপতি মোয়াজ্জেম হোসেন,সেক্রেটারী সুলতান, আমজাদ হোসেন, আনোয়ার হোসেন, মিটু, মতি, মন্টু, ছাত্র শিবির সভাপতি আব্দুল্লাহ আল আহাদ, সেক্রেটারী আতাউর রহমান সাগর, রবিউল, হাবিব, মাসুদ, শরিফুল, নোমান, লিপটন, বাপ্পী ফরিদ প্রমুখ।
Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top