চেতনা বার্তা ,আজিজুল হক বিপুল শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধিঃ
১৮ দলের ডাকা ৪ দিনের হরতালের সমর্থনে গতকাল শনিবার সন্ধ্যায় বগুড়া সদরের গোকুল ‘ছ’ মিল বন্দরে শতাধিক গাড়ী ভাংচুর, অগ্নিসংযোগ এবং ঘোড়াধাপ বন্দরে রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে রাস্তা অবরোধ করা হয়েছে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও ১৮ দলের শীর্ষ নেতাকর্মীদের মুক্তির দাবীতে চার দিনের হরতালের সমর্থনে গতকাল শনিবার বগুড়ায় নেতাকর্মীদের উপর রাবার বুলেট নিক্ষেপের সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে বিএনপি ও ১৮ দলীয় কর্মীরা বগুড়া-রংপুর মহাসড়কের গোকুল বন্দরে রাস্তা অবরোধ করে প্রায় শতাধিক গাড়ী ভাংচুর করে এবং বাঘোপাড়া কোল্ড ষ্টোরের সামনে একটি বিআরটিসি (রংপুর-ব-১১-০০১৫) গাড়ীতে অগ্নিসংযোগ করে ভস্মির্ভূত করে এবং সদরের নুনগোলা ইউনিয়নের বিএনপির সভাপতি আব্দুল মান্নান পান্না, সাধারণ সম্পাদক শাহজাহান আলী ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ আলম জনির নেতৃত্বে ঘোড়াধাপ বন্দরে রাস্তা অবরোধ করে ককটেল বিস্ফোরণ করিয়ে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনি সম্পাদক আনোয়ার হোসেন মতিন, রাশেদ, মামুন, নাঈম, জিন্নাহ মাস্টার, শিমুল, আজি আদিল, জাকের, আনিছুর প্রমুখ।