ছবির ক্যাপশন : মুক্তিযোদ্ধের চিত্র অংকনে ব্যস্ত দুই উদিয়মান কিশোর চিত্র শিল্পী। |
কক্সবাজার প্রতিনিধিঃ
৭১এর মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনাবলী চিত্রের সাহায্যে মহেশখালীতে ফুটিয়ে তুললেন দুই কিশোর উদয়মান চিত্র শিল্পী। জানা যায়, আগামী ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ও মহান মুক্তিযোদ্ধের স্মৃতি তরুন প্রজন্মকে জানিয়ে দিতে মহেশখালী উপজেলা কার্যালয়ের দেওয়ালে গত দুইদিন ধরে দুই কিশোর উদয়মান চিত্র শিল্পী তাদের সহযোগীদের নিয়ে এ চিত্র গুলি অংকন করে। এতে তাদের সহযোগীতা করছে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ারুল নাসের সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ। ৫২এর ভাষা আন্দোলন, ৭১এ নিরীহ-নিরস্ত্র বাঙ্গালীদের উপর পাকিস্তানী বর্বর হানাদার বাহিনীর নির্যাতন, হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত মুক্তিবাহিনী, পাকিস্তানিদের বিরুদ্ধে মহান মুক্তিযোদ্ধে বিজয় অর্জন সহ বিভিন্ন ঘটনাবলী ছিল উক্ত দুই শিল্পীর অংকিত চিত্রের প্রধান বিষয়। উপজেলা পরিষদ সংলগ্ন রাস্তা দিয়ে চলাচল করলে মনে হয় মহান মুক্তিযোদ্ধের ঘটনাবলী চিত্রের মাধ্যমে দাড়িয়ে আছে পথচারী সহ হাজারো মানুষের সামনে। খবর নিয়ে জানা যায়, যারা এ চিত্রগুলি অংকন করে উপজেলায় সাড়া জাগিয়েছে তাদের একজন মহেশখালী পৌরসভার ছোট রাখাইন পাড়ার মংরি খাইন এর পুত্র ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র উদয়মান কিশোর চিত্র শিল্পী মংলাওয়ান এবং অপর জন একই পৌরসভার পুটিবিলা খুইশ্যামার পাড়া গ্রামের মোস্তাক আহমদের পুত্র উদয়মান কিশোর চিত্র শিল্পী আর.করিম। চিত্রশিল্পী মংলাওয়ানের সাথে আলাপকালে জানা যায়, মুক্তিযোদ্ধ ও ভাষা আন্দোলন বিষয়ে ২০১২সালে বাংলাদেশ শিশু একাডেমীতে ছবি অংকন করে সারা দেশের একলক্ষ ছবির মধ্য থেকে তার ছবি ১ম স্থান অর্জন করে এবং ২০১২ তে জাতীয় জাদুঘরে চিত্রশিল্পী জয়নুল আবেদীনের জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতার এক দূর্ভিক্ষ পরিবারের ছবি অংকন করে ১ম স্থান অধিকার করে বলেও জানায়। তাছাড়া বর্তমানে কক্সবাজার জেলা ও চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে তার ছবি প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি অপর চিত্রশিল্পী আর. করিমের ছবিও দেশের বিভিন্নস্থানে প্রদর্শিত হচ্ছে। বর্তমানে এই দুই উদয়মান কিশোর চিত্র শিল্পী উপজেলায় ৩০ সদস্য বিশিষ্ট “ওপেন আটর্” নামে একটি চিত্র অংকন সংগঠন প্রতিষ্ঠা করেছে। তাদের সাথে আলাপকালে আরো জানা যায়, আগামী ২০১৪সালের মার্চ মাসে মহেশখালী উপজেলা পরিষদে শতাধিক দৃষ্টি নন্দন চিত্র নিয়ে চিত্র প্রদর্শনীর আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাদের সংগঠনের।
৭১এর মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনাবলী চিত্রের সাহায্যে মহেশখালীতে ফুটিয়ে তুললেন দুই কিশোর উদয়মান চিত্র শিল্পী। জানা যায়, আগামী ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ও মহান মুক্তিযোদ্ধের স্মৃতি তরুন প্রজন্মকে জানিয়ে দিতে মহেশখালী উপজেলা কার্যালয়ের দেওয়ালে গত দুইদিন ধরে দুই কিশোর উদয়মান চিত্র শিল্পী তাদের সহযোগীদের নিয়ে এ চিত্র গুলি অংকন করে। এতে তাদের সহযোগীতা করছে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ারুল নাসের সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ। ৫২এর ভাষা আন্দোলন, ৭১এ নিরীহ-নিরস্ত্র বাঙ্গালীদের উপর পাকিস্তানী বর্বর হানাদার বাহিনীর নির্যাতন, হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত মুক্তিবাহিনী, পাকিস্তানিদের বিরুদ্ধে মহান মুক্তিযোদ্ধে বিজয় অর্জন সহ বিভিন্ন ঘটনাবলী ছিল উক্ত দুই শিল্পীর অংকিত চিত্রের প্রধান বিষয়। উপজেলা পরিষদ সংলগ্ন রাস্তা দিয়ে চলাচল করলে মনে হয় মহান মুক্তিযোদ্ধের ঘটনাবলী চিত্রের মাধ্যমে দাড়িয়ে আছে পথচারী সহ হাজারো মানুষের সামনে। খবর নিয়ে জানা যায়, যারা এ চিত্রগুলি অংকন করে উপজেলায় সাড়া জাগিয়েছে তাদের একজন মহেশখালী পৌরসভার ছোট রাখাইন পাড়ার মংরি খাইন এর পুত্র ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র উদয়মান কিশোর চিত্র শিল্পী মংলাওয়ান এবং অপর জন একই পৌরসভার পুটিবিলা খুইশ্যামার পাড়া গ্রামের মোস্তাক আহমদের পুত্র উদয়মান কিশোর চিত্র শিল্পী আর.করিম। চিত্রশিল্পী মংলাওয়ানের সাথে আলাপকালে জানা যায়, মুক্তিযোদ্ধ ও ভাষা আন্দোলন বিষয়ে ২০১২সালে বাংলাদেশ শিশু একাডেমীতে ছবি অংকন করে সারা দেশের একলক্ষ ছবির মধ্য থেকে তার ছবি ১ম স্থান অর্জন করে এবং ২০১২ তে জাতীয় জাদুঘরে চিত্রশিল্পী জয়নুল আবেদীনের জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতার এক দূর্ভিক্ষ পরিবারের ছবি অংকন করে ১ম স্থান অধিকার করে বলেও জানায়। তাছাড়া বর্তমানে কক্সবাজার জেলা ও চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে তার ছবি প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি অপর চিত্রশিল্পী আর. করিমের ছবিও দেশের বিভিন্নস্থানে প্রদর্শিত হচ্ছে। বর্তমানে এই দুই উদয়মান কিশোর চিত্র শিল্পী উপজেলায় ৩০ সদস্য বিশিষ্ট “ওপেন আটর্” নামে একটি চিত্র অংকন সংগঠন প্রতিষ্ঠা করেছে। তাদের সাথে আলাপকালে আরো জানা যায়, আগামী ২০১৪সালের মার্চ মাসে মহেশখালী উপজেলা পরিষদে শতাধিক দৃষ্টি নন্দন চিত্র নিয়ে চিত্র প্রদর্শনীর আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাদের সংগঠনের।